বানিয়াচঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 17 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

অনলাইন এডিটর
August 17, 2020 3:44 pm
Link Copied!

ছবি: শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

 

শেখ সজীব হাসান, বানিয়াচং : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় (২০১৯-২০) অর্থ বছরে উপজেলা পরিষদের (রাজস্ব উব্দৃত্ত) উন্নয়ন তহবিলের অর্থে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বানিয়াচং উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা পরিষদ সভা কক্ষে, নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে এবং মাধ্যমিক অফিসার কাউসার শুকরানার পরিচালনায় এই বিতরণ অনুষ্ঠান শুরু হয়।

উপজেলার ২৫ টি মাধ্যমিক ও ১৬৭ টি প্রাথমিক বিদ্যালেয়ে ক্রীড়া সামগ্রী ২ টি ক্রিকেট ব্যাট,২সেট স্ট্যাম্প, ১সেট কিপার গ্লাভস, ২ টি টেনিস বল, ১ টি করে ফুটবল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। এ সময় তিনি বলেন, বর্তমানে করোনা কালীন সময়ে আমাদের রাজস্ব খাতে আয় কম হয়েছে।তারপরও আমরা এই রাজস্ব আয় থেকে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড করছি। আমরা বর্তমানে স্কুল ভিত্তিক খেলাধুলার মান উন্নয়নের দিকে বিশেষ নজর রাখছি।যার কারণে প্রতি বছরের ন্যায় এই বছরও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি স্কুলে আমরা ক্রীড়া সামগ্রী বিতরণ করছি।আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, বর্তমানে খেলাধুলার মাধ্যমে আমাদের দেশ সারা বিশ্বে পরিচিতি লাভ করছে। তাছাড়া খেলাধুলার প্রতি ছাত্রদের মনোনিবেশ থাকলে বিভিন্ন অপরাধ মূলক কাজ থেকে বিরত থাকবে।

এছাড়াও তিনি, খেলাধুলার প্রতি সব ছাত্রদের উৎসাহিত করতে সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আহ্বান জানান।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত হাসিবুল ইসলাম, সহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।