শেখ সজীব হাসান,বানিয়াচংঃ সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বানিয়াচঙ্গে উন্মুক্ত ভাবে বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী ভাতা প্রত্যাশীদের কাছ থেকে সরাসরি আবেদন গ্রহন শুরু হয়েছে। পুরুষদের বয়স সর্বনিম্ন-৬৫ বছর,মহিলার বয়স সর্বনিম্ন-৬৩ বছর বয়স হলে আবেদন করতে পারবেন।
৬জুন,শনিবার বানিয়াচং উপজেলা মাঠ প্রাঙ্গনে উপজেলার ১নং ইউ/পি দিয়ে এই আবেদন প্রক্রিয়া শুরু করা হয়।

এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলামের সাথে দৈনিক আমার হবিগঞ্জের কথা হলে তিনি বলেন,ভাতা প্রত্যাশীদের ভাতা পেতে যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয় এবং যোগ্যরাই যেন ভাতা পায় এই লক্ষ্যে উন্মুক্ত ভাবে আবেদন গ্রহনের কাজ শুরু করা হয়েছে।
তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ১০০টি উপজেলা শতভাগ ভাতা প্রদান নিশ্চিত করবেন। যদি আমাদের সৌভাগ্য হয় তাহলে আমাদের বানিয়াচং উপজেলাও আসতে পারে।এই লক্ষ্যে ভাতা প্রত্যাশী সবার আইডি কার্ড সংগ্রহ করা হয়েছে যেন বড় ধরনের অপেক্ষমান তালিকা তৈরি করা যায়।
ক্রমান্বয়ে প্রত্যেক ইউনিয়নের আবেদন গ্রহন করা হবে। আবেদন গ্রহন শেষ হলে বিভিন্ন যাচাই,বাচাই ও রেনডম সিম্পলিং এর মাধ্যমে যোগ্য যারা তাদের কে ভাতা দেওয়া হবে।