বানিয়াচঙ্গে ইউপি সদস্য অরুন কুমার হত্যার আসামী অঞ্জন আচার্য্য গ্রেফতার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 30 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে ইউপি সদস্য অরুন কুমার হত্যার আসামী অঞ্জন আচার্য্য গ্রেফতার

Link Copied!

 

তারেক হাবিব :  ইউপি সদস্য অরুন কুমার দাশ পুকড়া ইউনিয়নের কবিরপুর গ্রামে তার আত্মীয়ের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে যান। সেখান থেকে রাতে বাড়িতে ফেরার জন্য রওয়ানা দেন। পরের ১০ ফেব্রুয়ারী পশ্চিম পুকড়া গ্রামের একটি পুকুর পাড়ে স্থানীয় লোকজন তার রক্তাত লাশ দেখতে পাওয়া যায়।

বুধবার (২৯ জুলাই) ভোরে ঢাকার লালবাগ এলাকায় একটি হোটেল থেকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ পিবিআই পুলিশ পরিদর্শক ফরিদুল ইসলামের নেতৃত্বে পিবিআই একটি চৌকস টিম অভিযান চালিয়ে অরুন কুমার হত্যার আসামী অঞ্জন আচার্য্যকে আটক করা হয়। অঞ্জন আচার্য্য পশ্চিম পুকড়া গ্রামের অনুকূল আচার্যের পুত্র।

 

ছবি: গ্রেফতার আসামী অঞ্জন আচার্য্য

 

পিবিআই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ফরিদুল ইসলাম, ইসলাম জানান অরুন দাশ হত্যার রহস্য উদঘাটনের গ্রেফতারকৃত অঞ্জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ রিমান্ডের আবেদন করা হয়েছে এবং বানিয়াচং থানায় পুলিশ হত্যা মামলা নিলেও মামলাটির অধিকতর তদন্তের স্বার্থে আদালত পিবিআইতে প্রেরন করে।