বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৩’নং মন্দরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) বিকেলে মন্দরী ইউনিয়নের ১৪ জন ব্যক্তি এই লিখিত অভিযোগ করেন।
প্রধানমন্ত্রীর উপহার ২৫০০ টাকা ত্রুটিজনিত কারনে যারা পায়নি, তাদের সংশোধনের মাধ্যমে পাইয়ে দেওয়ার জন্য ৫০০ টাকা করে উৎকোচ আদায় করেন চেয়ারম্যান, এই মর্মে অভিযোগ আনা হয়।
অভিযোগকারীরা হলো, তোতা মিয়া ,কামাল মিয়া, ইলিয়াস মিয়া, সোয়াই মিয়া, আশিক মিয়া, আবিদুর রহমান, আংগুরা খাতুন, আজিজুল মিয়া, আয়াত আলী, শাহে, আবুল কালাম, আবদাল মিয়া, কাজল মিয়া, জহুরবান বিবি।
এ বিষয়ে জানার জন্য চেয়ারম্যান শামছুল হকের (০১৭১৩৮০৩৩২৮) মোবাইল নম্বরে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হই কারন মোবাইল ফোন ব্যস্ত করে রাখে। পরে উক্ত ইউনিয়নের সচিব আঃ আহাদের সাথে মোবাইলে যোগাযোগ করলে এ বিষয়ে তিনি কিছু জানেননা বলে জানান।
এ বিষয়ে জানতে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুদ রানা’কে মোবাইল করলে তিনি লিখিত অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করে তিনি বলেন অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে।যদি সত্য প্রমানিত হয় তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।