বানিয়াচঙ্গে আলোর মুখ দেখছেনা প্রাথমিক শিক্ষা ডিজিটাল করণ কর্মসূচী। যদিও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত প্রাথমিক শিক্ষাক্রমের আলোকে প্রথম শ্রেনী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি, গনিত ,বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ক ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া ডিজিটাল শিক্ষা কন্টেন্ট তৈরি ও শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন এই ডিজিটাল শিক্ষা করণের মূল উদ্দেশ্য।
এ ডিজিটাল করণের আওতায় প্রাথমিক পাঠ্যপুস্তকের ধারণা সমূহ আরো আকর্ষণীয় ও সহজবোধ্য করতে বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন ধরনের ছবি,চার্ট,ডায়াগ্রাম,অডিও,ভিডিও সহ মাল্টিমিডিয়া উপকরণ সমুহ সংযোজন করে এনিমেশনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করা হচ্ছে।
এতে ক্ষুদে শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যার পরিবর্তে বিকশিত চিন্তাশক্তি,কল্পনাশক্তি এবং অনুসন্ধিৎসু মননের অধিকারী হয়ে উঠবে এবং পড়াশোনায় আরো মনোযোগী হবে।
অনুসন্ধানে জানা যায়,বানিয়াচঙ্গের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় গুলোতে আধুনিক ভবন,বিদ্যুৎ সুবিধা থাকা সত্ত্বেও আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার,মাল্টিমিডিয়া ক্লাসরুম না থাকা,শিক্ষকদের কম্পিউটার ল্যাপটপ অপারেটিং এ ধারণার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব,সকল ডিজিটাল উপকরণের অভাব,বিদ্যালয় ও উপজেলা শিক্ষা অফিসে পর্যাপ্ত লোকবলের অভাব সহ বিভিন্ন কারনে বর্তমান সরকারের যুগোপযোগী সিদ্ধান্ত ‘প্রাথমিক শিক্ষা ডিজিটালকরণ’ দেখছেনা আলোর মুখ।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক শিক্ষক বলেন,প্রাথমিক শিক্ষা ডিজিটালকরণ করা হলেও খোদ ডিজিটাল কন্টেন্ট তৈরিতে এখনও অন্ধকারে রয়েছে বানিয়াচংয়ের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্রশিক্ষণ দিয়ে যতটুকু শিখেছি,প্র্যাকটিস করতে না পেরে তাও ভুলে যাচ্ছি।তাছাড়া ও রয়েছে বিভিন্ন সীমাবদ্ধতা।
উপজেলার আগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মফিজুল হোসেন চৌধুরী রাজু বলেন,আগামী প্রজন্মকে উপযুক্ত করে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা ডিজিটাল করণ কর্মসূচী আসলেই প্রশংসনীয় উদ্যোগ।
বিদ্যালয়ে ডিজিটাল উপকরণ সমুহ থাকলেও বিভিন্ন কারনে বাস্তবায়িত হচ্ছেনা এ কর্মসূচি।এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
বানিয়াচং উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কবিরুল ইসলাম বলেন,বানিয়াচং শিক্ষা অফিসে ৭ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার জায়গায় আছেন ৩ জন ,অফিস সহকারী ৪ জনের মধ্যে কর্মরত আছেন ১ জন তাছাড়া এমএলএসএস পদটিও শুন্য অবস্থায় আছে।
স্বাভাবিকভাবেই লোকবল পূর্ণ হলে আমাদের কার্যক্রমে আরো গতিশীলতা বাড়বে।পর্যায়ক্রমে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় গুলোকে শীঘ্রই ডিজিটাল শিক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।