হৃদয় খান, বানিয়াচং : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় “আমার বাড়ি, আমার খামার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে স্হানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)সিলেট বিভাগ গ্রামীণ এ্যাকসেস সড়ক উন্নয়ন প্রকল্প এর আওতায় কনসালটিং ফার্ম উদয় হবিগঞ্জ এর আয়োজনে ৩ দিন ব্যাপি উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন পাশাপাশি উক্ত প্রশিক্ষণ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহবান জানান প্রশিক্ষণার্থীদের।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন সহ দলীয় এবং স্হানীয় নেতৃবৃন্দ।