হৃদয় খান, বানিয়াচং : বানিয়াচঙ্গে অশ্লীল কাজের দায়ে দুইজনকে অর্থদণ্ড এবং ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০ টা ৩০ ঘটিকায় বানিয়াচং উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মাসুদ রানা। বানিয়াচং থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্টের পরিচালনায় বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়ন এর অশ্লীল কাজের দায়ে দুইজনকে ২০ হাজার টাকা এবং ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযুক্তরা হলেন ১. সুমন আহমেদ মনির, পিতা: মৃত ফজলু মিয়া, গ্রাম: তাম্বুলীটুলা। ২. তৃষ্ণা আক্তার, পিতা: আশাদুল মিয়া, গ্রাম: যাত্রাপাশা।
উভয়কে ২০’হাজার টাকা করে জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও মাসুদ রানা।