শেখ সজীব হাসান, বানিয়াচং : বানিয়াচং উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান, চাল সংগ্রহ (২০২০-২০২১) উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর)বিকাল ৪ টায় বানিয়াচং উপজেলা খাদ্য গুদামে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে এবং খাদ্য কর্মকর্তা খবির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম চৌধুরী বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এদেশের কৃষক বাচলে বাচবে দেশ।কৃষক আছে বলেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।তাই কৃষকদের ধান আমরা ন্যায্য মূল্য দিয়ে সংগ্রহ করছি।শুধুমাত্র প্রকৃত কার্ডধারী কৃষকের কাছ থেকেই ধান,চাল সংগ্রহ করা হবে।কোন সিন্ডিকেটের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে না। এ ব্যাপারে কঠোর নজরদারী রাখা হবে।
উল্লেখ্য যে, এই বছর আমন ধান সংগ্রহ করা হবে ১৮৯ মেট্রিক টন,সিদ্ধ চাল ২২৪ মেট্রিক টন,আতপ চাল ৮১ মেট্রিক টন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রেস-ক্লাবের সভাপতি মোশাহেদ আলী সাহেদ,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার,মিলার ছামির আলী প্রমুখ।