বানিয়াচঙ্গে অবাধে বিক্রি হচ্ছে ইলিশের পোনা ; ১০ কেজি জাটকা ইলিশ জব্দ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 26 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে অবাধে বিক্রি হচ্ছে ইলিশের পোনা ; ১০ কেজি জাটকা ইলিশ জব্দ

অনলাইন এডিটর
August 26, 2020 2:21 am
Link Copied!

ছবি: জব্দ জাটকা ইলিশ।

 

তাপস হোম, বানিয়াচং : হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গের বিভিন্ন বাজারে অবাধে বিক্রি হচ্ছে ইলিশের পোনা। পোনা মাছ নিধন ও বিক্রি বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচলনা করে ১০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) বানিয়াচং বড়বাজারের সাব-রেজিস্টার অফিসের সামন হতে সদরের খাগড়ী গ্রামের সাবলাল মিয়ার পুত্র মৎস্য ব্যবসায়ী নবী হুসেনের কাছ হতে ১০ কেজি জাটকা মাছ জব্দ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম। এ সময় তার সাথে ছিলেন মৎস্য অফিসের স্টাফবৃন্দ।

এ ব্যাপারে সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম জানান, আপাতত ১০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। পর্যায়ক্রমে ইলিশের পোনা জাটকা নিধন ও বিক্রি বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।