ঢাকারবিবার , ২৯ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে অপহরণকৃত শিশু হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার।

তাপস হোম
জানুয়ারি ২৯, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

বানিয়াচং উপজেলার অন্তর্গত ৭ নং বড়ইউরি ইউনিয়নের কদুপুর গ্রামের শিশু বিলাল আহমেদ(৯) হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ।এ ঘটনায় লায়েক আহমেদ হৃদয় (২০) সহ ৩ কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

প্রধান আসামি লায়েক আহমেদ হৃদয় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়,গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দুপুর আনুমানিক ০২ ঘটিকার সময় বানিয়াচং উপজেলার অন্তর্গত ৭নং বড়ইউড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমদ বানিয়াচং থানার ওসি কে মোবাইল ফোনে কদুপুর গ্রামের একটি বোরো ধানের জমিতে একটি ছেলের লাশ পাওয়ার সংবাদ জানান।

উক্ত সংবাদের ভিত্তিতে ওসি অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ আবু হানিফ, এসআই অমিতাভ দাস তালুকদার,এসআই জসিম উদ্দিন,এসআই শামছুল আরেফিন জিহাদ ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে।

ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে লাশ মর্গে প্রেরণ করা হয়।শুরু হয় একটি ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত।

জানা যায়,শিশু বিলাল আহমদের বাড়ী উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের অন্তর্গত নোয়াগাঁও গ্রামে বাড়ী হলেও বিগত ৪/৫ বছর যাবৎ পার্শ্ববর্তী কদুপুর গ্রামে তাহার পিতা-মাতার সহিত নানীর বাড়ীতে বসবাস করে আসছে।সেখানে সে কদুপুর মিছবা-উল-উলুম মাদ্রাসায় ১ম শ্রেণীতে পড়াশুনা করে।

গত বুধবার (২৫ জানুয়ারি) কদুপুর মিছবা-উল-উলুম মাদ্রাসার ওয়াজ মাহফিল ছিলো।উক্ত মাহফিল উপলক্ষে কদুপুর বাজারে মেলা বসে।বিলাল আহমদ উক্ত মেলাতে সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় খেলনা কেনার জন্য আসে।

একই ইউনিয়নের প্রতিবেশী নোয়াগাঁও গ্রামের লায়েক আহমদ হৃদয়ের মিশুক দেখে চরবার বায়না ধরে শিশু বিলাল অথচ সেই বায়নাই তার মৃত্যুর জন্য কাল হয়ে দাঁড়ায়।

এদিকে মিশুক চালক লায়েক আহমদ হৃদয় এর মাথায় কু-বুদ্ধি আসে।সে কদুপুর গ্রামের আরও ৩ কিশোর কে নিয়ে খারাপ পরিকল্পনা করে।

পরিকল্পনা মোতাবেক,লায়েক আহমদ হৃদয় শিশু বিলাল আহমদ কে তার ৩ সহযোগীর সহযোগিতায় জোরপূর্বক তার মিশুক গাড়ীতে উঠিয়ে অপহরণ করে কদুপুর গ্রামের জনৈক নুর মিয়ার বাড়ীর পুকুর পাড়ে নিয়ে যায় এবং শিশু বিলালের পড়নের পেন্ট পাশের পুকুরে খুলে ফেলে দিয়ে পালাক্রমে জোরপূর্বক ধর্ষন/বলাৎকার করে।

একপর্যায়ে শিশু বিলাল উক্ত ধর্ষণের/বলাৎকারের ঘটনার বিষয়টি তাদের বাড়ীতে গিয়ে বিচার দিবে বলে জানায়। এতে উল্লেখিত আসামীরা ক্ষিপ্ত হয়ে শিশু বিলাল আহমেদ কে খুন করার সিদ্ধান্ত গ্রহণ করে,তখন আসামী লায়েক আহমদ হৃদয় শিশু বিলাল আহমেদ কে গলায় ও নাকে টিপ দিয়ে ধরে এবং অপর ০৩ সহযোগী শিশুটির হাতে পায়ে ধরাধরি করে উল্লেখিত ঘটনাস্থলের বোরো জমিতে পানি ও কাঁদার মধ্যে নিয়ে যায় এবং আসামী লায়েক আহমদ হৃদয় শিশুটির ঘাড়ে দুই হাত দিয়ে চাপ দিয়ে ধরে কাদার মধ্যে মুখমন্ডল ঢুকিয়ে রাখে।

আইনের সহিত সংঘাতে জড়িত অন্য ০৩ জন কিশোর ভিকটিম বিলাল আহমদকে হাতে পায়ে ধরে রাখে।

শিশুটির মৃত্যু নিশ্চিত করে লাশ গোপন করার জন্য ৪ জন মিলে লাশের উপরে কাদা দিয়ে ঢেকে রাখে।

পরে তারা বোরো জমির পানিতে হাত-মুখ ধুয়ে পূণরায় মিশুক গাড়ী চড়ে কদুপুর বাজারে চলে আসে এবং তাদের নিজ নিজ বাড়ীতে চলে যায়।

শিশু বিলাল আহমদ (০৯) অপহরণ,ধর্ষণ ও হত্যার বিষয়ে তার পিতা ইমান উদ্দিন বাদী হয়ে বানিয়াচং থানায় মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধারের পর হতেই পুলিশ বিভিন্ন ভাবে এই ক্লু লেস হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তৎপর হয়ে ওঠে। ফলস্বরুপ,কদুপুরের নুর মিয়ার পুকুর সেচ দিয়ে আলামত স্বরুপ শিশু বিলাল আহমেদের পড়নের পেন্ট ও হত্যাকান্ডে ব্যবহ্রত মিশুক গাড়ীটি জব্দ করা হয়।

পরিশেষে,শুক্রবার ২৭ জানুয়ারি অতি দ্রুততম সময়ের মধ্যে দিবাগত রাত ১২ ঘটিকা হতে ভোর ৫;১৫ ঘটিকার মধ্যে আসামীদের একে একে গ্রেফতার করে শনিবার ২৮ জানুয়ারি আদালতে সোপর্দ করা হয়।

আসামী লায়েক আহমদ হৃদয় উক্ত লোমহর্ষক ধর্ষণ ও নৃশংস হত্যাকান্ডের বর্ণনা প্রদান করে স্বেচ্ছায় ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে তার জবানবন্দী প্রদান করেছে।

Developed By The IT-Zone