হৃদয় খান, বানিয়াচং : বানিয়াচং অনলাইন স্কুল সাপ্তাহিক মনোনয়নে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও মাসুদ রানা।
বানিয়াচং উপজেলা কর্তৃক “আমার ঘরে, আমার স্কুল এই শ্লোগান কে কেন্দ্র করে ইউএনও মাসুদ রানার উদ্যোগে উক্ত অনলাইন স্কুলের সূচনা হয়েছিল।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শুকরানার পরিচালনায় (১৮/০৮/২০২০ থেকে ৩১/০৮/২০২০) পর্যন্ত নির্বাচিত শিক্ষক এবং শিক্ষিকাদের সাপ্তাহিক মনোনয়নে পুরস্কার তুলে দেন ইউএনও মাসুদ রানা।
সেরা ৩ জন হলেন ১. সুজাতা বর্মন (সহকারী শিক্ষিকা, রত্না উচ্চ বিদ্যালয়)। ২. নুসরাত জাহান রিনা (সহকারী শিক্ষিকা, রত্না উচ্চ বিদ্যালয়) এবং ৩.ফেরদৌস সাত্তার (সহকারী শিক্ষক, ডাঃইলিয়াস একাডেমি)।