ঢাকাসোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গের শেলী ৪শ মিটার দৌড়ে জেলা চ্যাম্পিয়ন

ইমদাদুল হোসেন খান
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

বানিয়াচঙ্গের তানজিমা সুলতানা শেলী ৪শ মিটার দৌড়ে হবিগঞ্জ জেলা চ্যম্পিয়ন ও ১৫শ মিটার দৌড়ে জেলায় দ্বিতীয় হয়েছে। এ কৃতিত্ব অর্জন করে সে  জেলা প্রশাসক ইশরাত জাহান’র কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছে। সোমবার (৬ফেব্রুয়ারি) হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শেলী’র বড়বোন লিপি সুলতানা মনি জানান, শেলী বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এছাড়া সে বানিয়াচং অ্যাটলেটি্কস একাডেমি ও বানিয়াচং উশু একাডেমির ছাত্রী। সে একজন বক্সারও।

Developed By The IT-Zone