বানিয়াচঙ্গের লক্ষী বাঁওড়-এর প্রাণী-পরিবেশ রক্ষার আহবান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 27 December 2023
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গের লক্ষী বাঁওড়-এর প্রাণী-পরিবেশ রক্ষার আহবান

Link Copied!

বানিয়াচঙ্গের অন্যতম পর্যটন এলাকা লক্ষী বাঁওড়-এর প্রাণী-পরিবেশ রক্ষার আহবান জানিয়েছেন কর্তৃপক্ষ। এব্যাপারে এলাকায় মাইকিং ও প্রচারপত্র বিলি করা হয়েছে। সচেতনতার জন্য পর্যটকদের মধ্যেও প্রচারণা চালানো হচ্ছে।
সৈদ্যারটুলা সাত মহল্লা ছান্দের স্বত্ব দখলীয় আবু ইউসুফ খান ওয়াকফ এস্টেট ভূক্ত লক্ষী বাঁওড় জলাবনের জীব বৈচিত্র্য রক্ষা করা সকলের দায়িত্ব উল্লেখ করে ওয়াকফ এস্টেট’র মতোয়াল্লী ও ছান্দ সর্দার অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বলেন – আসুন আমরা বন্য পশু-প্রাণীর অবাধ চলাচলে বাধা প্রদান করা থেকে বিরত থাকি, বন্য পশু-প্রাণী হত্যা করা থেকে বিরত থাকি, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং আইন-কানুন মেনে চলি, অকারণে অগ্নি সংযোগ করা থেকে বিরত থাকি, ব্যবহৃত প্লাস্টিক বর্জ ও আবর্জনা নিজ দায়িত্বে অপসারণ করি, উচ্চস্বরে বাদ্য যন্ত্র ব্যবহার করা থেকে বিরত থাকি।
উল্লেখ, সিলেট বিভাগ তথা বাংলাদেশের একটি আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে দিনে দিনে বানিয়াচঙ্গের লক্ষী বাঁওড় জলাবল/খরতির জঙ্গল দেশী-বিদেশী পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে প্রতিনিয়ত লক্ষী বাঁওড়ে বনভোজনসহ বিভিন্ন অনুষ্ঠান করতে দেখা যায়।
একশ্রেণীর অসাধু লোকজন বন প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে পশু-পাখি শিকার করার অভিযোগও উঠছে। একারণে লক্ষী বাঁওড়ের প্রাণী-পরিবেশ রক্ষায় জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন কর্তৃপক্ষ।
এরপর কেউ নিষেধাজ্ঞা অমান্য করে প্রাণী-পরিবেশ বিনষ্টকারী কার্যকলাপে জড়িত অবস্থায় ধৃত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারী উচ্চারণ করেন কর্তৃপক্ষ।