তাপস হোম, বানিয়াচং : বানিয়াচং উপজেলা সদরের রঘু চৌধুরী পাড়ার প্রবাসী মৃত শামসুদ্দিন মিয়ার বাড়ীতে গত ৬ আগষ্ট রাত ৩ ঘটিকার সময় পেছনের দরজা দিয়ে ঘরের ভেতর ২ চোর প্রবেশ করলে পরিবারের সদস্যরা বিষয়টি আচ করতে পেরে আর্ত চিৎকার শুরু করে।
পরে প্রতিবেশিরা এগিয়ে এসে উপজেলা সদরের জাতুকর্নপাড়ার ইলিয়াস মিয়ার পুত্র ইমরান মিয়া (২৭) ও পাশবর্তী যাত্রাপাশা মহল্লার মৃত গরীব উল্লার পুত্র মাহমুদ মিয়া (২৪) কে হাতে নাতে ধরতে পেরে কিছু উত্তম-মধ্যম দিয়ে থানায় খবর দেয়।
পরে ওসি এমরান হোসেনের নেতৃত্বে এসআই ফিরোজ আলম তার সঙ্গীয় ফোর্স নিয়ে এসে ২ চোরকে উদ্ধার করে বানিয়াচং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হাজতে নিয়ে যায়।
পরে বাড়ীর মালিক মৃত শামসুদ্দিন মিয়ার পুত্র রায়হান মিয়া সকালে চুরির চেষ্টার অপরাধেে ২ জন সহ অজ্ঞাত নামা ৫ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২ চোরকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।