বানিয়াচঙ্গের মরমী কবি মোহনলালের বিশাল সাহিত্য কর্ম রক্ষার্থে প্রয়োজন পৃষ্ঠপোষকতা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 13 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গের মরমী কবি মোহনলালের বিশাল সাহিত্য কর্ম রক্ষার্থে প্রয়োজন পৃষ্ঠপোষকতা

অনলাইন এডিটর
August 13, 2020 1:26 am
Link Copied!

 

তাপস হোম, বানিয়াচং : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের দত্তপাড়ার একজন মরমী কবি ও সাধক মোহনলাল।যিনি প্রায় ২ সহস্রাধিক গানের রচয়িতা। উনার বিশাল সাহিত্য কর্ম গুলো আলোর মুখ দেখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা।

বানিয়াচংবাসীর নিকট উনি সমাদৃত ছিলেন ডাঃ মনীন্দ্র চন্দ্র পাল নামে।প্রায় অর্ধশত বছর নিরবিচ্ছিন্ন ভাবে উনি এলাকাবাসীকে চিকিৎসা সেবা দিয়ে গেছেন।উনিশ শতকে বানিয়াচঙ্গে উনার মত অভিজ্ঞ জনপ্রিয় ডাক্তার খুব কমই ছিলো।

উনার জন্মভুমি ছিলো ব্রাহ্মণবাড়ীয়া শহরের মধ্যপাড়ায়। হবিগঞ্জে কর্মজীবনের শুরুতেই ২২ বছর বয়সে উনি বানিয়াচঙ্গের দত্তপাড়া নিবাসী সুষমা রাণী পালের সঙ্গে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন।ডাক্তারী পেশায় তুমুল জনপ্রিয়তার কারনে ইচ্ছে থাকা সত্ত্বেও নিজ এলাকায় আর ফেরা হয়নি।

পরবর্তীতে বানিয়াচং উপজেলার দত্তপাড়ায় উনি স্হায়ী হয় যান। মৃত্যু অবধি বানিয়াচংবাসীকে নিষ্টার সহিত সেবা দিয়ে গেছেন।ডাক্তারী পেশায় তুমুল জনপ্রিয়তার কারনে আর পিছনে ফিরে থাকাতে হয়নি।

ব্যক্তি জীবনে পাচ সন্তানের জনক ছিলেন। জন্মের পর পরই দুই পুত্র সন্তানকে হারিয়েছেন। উনার তিন মেয়ে জীবিত আছেন।শুনা যায়,পুত্র শোক হতেই উনি গান লিখা শুরু করেন। উনার গানের সংখ্যা প্রায় দুই সহস্রাধিক।

সাহিত্যের সবখানেই ছিলো উনার অবাধ বিচরণ। উনার শিল্পকর্মের পেছনে যারা নীরবে ভুমিকা রেখে গেছেন, তারা হলো সহধর্মীনি স্বর্গীয়া সুষমা রানী পাল।তিন মেয়ে, প্রথমা শোভনা দত্ত, মধ্যমা সাধনা হোম, কনিষ্টা অর্পণা গুপ্ত। উনার তিন মেয়ে স্ত্রী পুত্র, নাতী সমেত সবাই জীবিত আছেন।

উনার মধ্যমা সাধনা হোম আমার হবিগঞ্জ কে জানান, আমার জীবনের একমাত্র চাওয়াই হলো,বাবার এই মহৎ শিল্পকর্ম গুলোর আলোর মুখ যেন দেখে যেতে পারি।

এই গানগুলো আমাদের অমুল্য রত্ম। আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও নৈতিকতার অমুল্য নিদর্শন। গানগুলোকে বাচিয়ে রাখা আমাদের সবার কর্তব্য। উনার একটি গান দেহতত্ত্ব গান পাঠকদের জন্য নীচে তুলে ধরা হলো, শোনরে মন ব্যাপারী ছেড়ে দাও দোকান দারী, করো গিয়া সওদাগরি রাজার বাজারে।

অবিরত আগে পিছে
কত মানুষ যাইতেছে,
রাজার বাজার বসিয়াছে ধর্মনগরে।

সেই বাজারের তত্ত্ব জানি
করো আগে মাল আমদানি,
বোঝাই করো নৌকাখানী
ভিতর বাহিরে।

মহারাজের দোহাই দিয়া
নামের নিশান উড়াইয়া,
উজান বাঁকে যাও বাহিয়া
রাজার গোচরে।

সেই রাজা এক সিংহাসনেে
বসে আছে সঙ্গোপনে,
মাল লয়ে যে যায় সেখানে
কিনে একদরে।

সেখানে যে মাল বেচিবে
আগে লোকসান দিতে হবে,
সন নিকাশে লাভ করিবে
হাজার হাজারে।

কহে অধম মোহনলালে
কাটা পাল্লায় ফের থাকিলে,
হাওরে ডাকাতের দলে
নিবে লুট করে।