বানিয়াচঙ্গের বর্ষিয়ান রাজনীতিবিদ নুরুল ইসলাম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
শনিবার (১৮ মার্চ) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরে বানিয়াচঙ্গের সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন গুনগাহী রেখে গেছেন।
বানিয়াচং উপজেলা সদরের দাসপাড়া গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম স্বাধীনতা উত্তর বাংলাদেশে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র একজন বলিষ্ঠ নেতা ছিলেন।
পরবর্তীতে তিনি জিয়াউর রহমানের জাগো দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) করেন। তিনি হবিগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বানিয়াচং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে হবিগঞ্জ এবং বানিয়াচঙ্গে দলকে সুসংগঠিত করেন।
তাঁর মৃত্যুতে অনেকে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন।