বানিয়াচঙ্গের কৃতিসন্তান ভূপর্যটক রামনাথ বিশ্বাসের জন্মদিন শনিবার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 12 January 2024
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গের কৃতিসন্তান ভূপর্যটক রামনাথ বিশ্বাসের জন্মদিন শনিবার

Link Copied!

বাইসাইকেলে বিশ্বভ্রমণকারী ভূপর্যটক রামনাথ বিশ্বাস। তিন দফায় চারটি মহাদেশ ভ্রমণ করেছিলেন তিনি। ভ্রমণশেষে নিজ জন্মভূমি পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচঙ্গে বিশাল জনসভায় ভ্রমণকাহিনী বর্ণনা করেছিলেন।

মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে বলেছিলেন “বাইন্যাচঙ্গই আমার দুইন্যাই” (বানিয়াচংই আমার পৃথিবী)। ১৩ জানুয়ারী (শনিবার) বানিয়াচঙ্গের কৃতিসন্তান রামনাথ বিশ্বাসের ১৩০তম জন্মদিন। ভূপর্যটক রামনাথ বিশ্বাস ১৮৯৪ সালের ১৩ জানুয়ারী হবিগঞ্জের বানিয়াচং সদরের বিদ্যাভূষণ পাড়ায় জন্মগ্রহণ করেন।

১৯৩১ সালের ৭জুলাই তিনি সিঙ্গাপুর থেকে বিশ্ব ভ্রমণে বের হন। প্রবাসী হাজারো ভারতীয় হিন্দুরা বন্দে মাতরম ও সিলেটের প্রবাসী মুসলিমরা নারায়ে তকবির আল্লাহু আকবর ধ্বনিতে এগিয়ে দেন বিশ্ব ভ্রমণে বের হওয়া রামনাথ বিশ্বাসকে।

জনতার বাঁধভাঙা উচ্ছাসে রামনাথ বিশ্বাস শুরু করেন বিশ্ব ভ্রমণ। দীর্ঘ দশ বছরে তিনি প্রায় এক লক্ষ মাইল বাইসাইকেলে ভ্রমণ করেন। ইউরোপ, আমেরিকা, আফ্রিকামহাদেশ, চীন, জাপান, কোরিয়া, তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান, ভিয়েতনাম, বুলগেরিয়া, জার্মানী, ফ্রান্স সহ ৫০টির অধিক দেশ ভ্রমণ করেন। কানাডাতে একমাস জেলও খাটেন। এছাড়া ইন্দোনেশিয়ায়ও কিছুদিন জেলে ছিলেন। তিনি বিশ্ব ভ্রমণের উপর অনেকগুলো বই লিখছেন।

উল্লেখযোগ্য বই হলো টোর রাউন্ড দ্যা ওয়াল্ড উইথআউট মানি, ভবঘুরের বিশ্ব ভ্রমণ, ভয়ংকর আফ্রিকা, দুরন্ত আফ্রিকা, ভবঘুরের বিলাত যাত্রা, বেদুইনের দেশে, পারস্য ভ্রমণ, পৃথিবীর পথে, ভিয়েতনামের বিদ্রোহী বীর, নিগ্রো জাতির নতুন জীবন, চায়না ডিফেন্স ডেথ, বিদ্রোহী বলকান, জুজুৎসু জাপান, লাল চীন, মুক্ত মহাচীন, মরণ বিজয়ী চীন, তরুণ তুর্কী, আজকের আমেরিকা, আফ্রিকা ইন ফিকচার, কোরিয়া ভ্রমণ, সর্ব স্বাধীন শ্যাম, জার্মানি এবং মধ্য ইউরোপ, পশ্চিম ইউরোপ ভ্রমণ, ফ্রান্সে ভারতীয় পর্যটক, মালয়শিয়া ভ্রমণ কাহিনী, প্রশান্ত মহাসাগরে অশান্তি, ব্রহ্মদেশে ছয়মাস, ভারত ভ্রমণসহ ৪০টি বই। রামনাথ বিশ্বাস একজন বামপন্থী রাজনৈতিক কর্মীও ছিলেন।

তিনি বানিয়াচঙ্গের আরেক কৃতিসন্তান ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামের বিপ্লবী যোদ্ধা সুশীল সেন’র দেশপ্রেম ও বিপ্লবী কর্মকান্ডে উদ্বুদ্ধ হয়ে বাম রাজনীতি এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিলেন। ১৯৫৫ সালের ১ নভেম্বর রামনাথ বিশ্বাস ভারতে মৃত্যুবরণ করেন।