বানিয়াচঙ্গের কালিদাশটেকা ব্রিজ যেন মিনি পর্যটন কেন্দ্র - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 14 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গের কালিদাশটেকা ব্রিজ যেন মিনি পর্যটন কেন্দ্র

অনলাইন এডিটর
August 14, 2020 1:18 am
Link Copied!

ছবি: কালিদাশটেকা ব্রিজ।

 

জসিম উদ্দিন, বানিয়াচং : শেষ বিকেলের মৃদু হাওয়া, সূর্যাস্তের দৃশ্য এবং আড্ডার আসর সব যেন মিলেমিশে একাকার। ব্রিজের উপর দাঁড়িয়ে নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্য অবলোকন আর বর্ষার থৈথৈ পানির কলকল শব্দে মুখরিত হয় চারপাশ।

বলছিলাম বানিয়াচং-নবীগঞ্জ সড়কের কালিদাশটেকা নামক স্থানে শুঁটকী নদীর ওপর নির্মিত ব্রিজটির কথা। বানিয়াচং উপজেলা সদর দপ্তর থেকে প্রায় ৩ কিলোমিটার পূর্বে এর অবস্থান। প্রতিদিন সকাল এবং বিকেলে স্থানীয় পর্যটকদের পদচারনায় মুখরিত হয় এই জায়গাটি। প্রতিদিন বিকেলবেলা প্রিয়জনদের সঙ্গে নিয়ে ব্রিজের ওপর দাঁড়িয়ে আড্ডা-গান আর ছবি তোলা এখানকার পর্যটকদের যেন নিয়মিত রুটিন হয়ে দাঁড়িয়েছে। মাঝে-মধ্যে স্মার্টফোন বের করে ছবি তোলার দৃশ্য যেন সিলেটের কাজীর বাজার ব্রিজের কথাই স্মরণ করিয়ে দেয় আমাদের।
সিলেটের কাজীর বাজার ব্রিজের মত বানিয়াচংয়ের কালিদাশটেকা ব্রিজকে এখন ‘সেলফি ব্রিজ’ বললেও অত্যুক্তি হবে না। স্থানীয় শুঁটকী নদীর ওপর নির্মিত এ ব্রিজে দাঁড়িয়ে চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে যে কারোর প্রাণ জুড়িয়ে যাবে নিঃসন্দেহে।

ধীরে ধীরে দুপুরের কড়া রোদ হারিয়ে যখন বিকেল নামে তখনই বর্ষায় প্রকৃতির রুপ, রং, গন্ধ আর মৃদু হাওয়া অনুভব করতে পর্যটকরা ছুটে যান কালিদাশটেকা ব্রিজে। পরিবারপরিজন অথবা বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে পর্যটকদের বিশাল এক মিলনমেলায় পরিণত হয় এই ব্রিজ। বন্ধুদের সঙ্গে
কালিদাশটেকা ব্রিজে প্রায়ই ঘুরতে আসেন কলেজছাত্র রামিম আহমেদ। তিনি বলেন, ‘খুবই মনোমুগ্ধকর একটি স্থান। কালিদাশটেকা ব্রিজটি আমাদের বৈকালিক ভ্রমণের এক প্রিয় স্থান হয়ে দাঁড়িয়েছে। বিকেলবেলা প্রায়ই বন্ধুদের নিয়ে অবসর সময় কাটাতে আসি এখানে।’ শুধু স্থানীয়া বাসিন্দাই নন। হবিগঞ্জ জেলা সদর এবং আশপাশের উপজেলার ভ্রমণপিপাসু মানুষও প্রতিদিন জড়ো হন এই কালিদাশটেকা ব্রিজে। এছাড়াও জেলার বাহির থেকে বানিয়াচংয়ে যারা বিভিন্ন কাজে আসেন তারাও এক মুহুর্তের জন্য হলেও ঘুরে আসেন এই কালিদাশটেকা ব্রিজ। সম্প্রতি ঢাকা থেকে একটি বেসরকারি ব্যাংকের অডিট ডিভিশন থেকে ব্যাংকটির বানিয়াচং শাখা অডিট করতে আসেন আরিফুল হাসান। স্থানীয়দের মুখ থেকে শুনে তিনি আজ বিকেলে ঘুরতে আসেন
কালিদাশটেকা ব্রিজে।

তিনি জানান, ‘বানিয়াচংয়ের কালিদাশটেকা ব্রিজে এসে খুবই ভালো লাগছে। আমরা যারা দেশের বড়বড় শহরের যান্ত্রিক জীবন যাপনে অভ্যস্ত তাদের জন্য কালিদাশটেকার মত এরকম মনোমুগ্ধকর স্থানটি হতে পারে প্রাণভরে শ্বাস নেয়ার একটি দূষণমুক্ত জায়গা।’

বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল বলেন, বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ের কমলারাণীর দিঘি, ঐতাহাসিক রাজবাড়ির ধবংসাবশেষ এবং লক্ষীবাওড় জলারবনসহ এখানে ঘুরে বেড়ানোর মত রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। ইদানিং ওই দর্শনীয় স্থানগুলোর সাথে যুক্ত হল আরও একটি নাম কালিদাশটেকা ব্রিজ। সিলেটের কাজীর বাজার ব্রিজের মত প্রতিদিনই পর্যটকদের ভিড়ে মুখরিত হয় বানিয়াচংয়ের এই কালিদাশটেকা ব্রিজটি। তবে বর্ষায় মাঝে মাঝে
ভারি বৃষ্টিতে ব্রিজের দু’দিকে সৃষ্টি হয় বিশাল গর্ত যা ব্রিজের সৌন্দর্য নষ্টের কারন। এই গর্তগুলির স্থায়ী মেরামত করতে পারলে ব্রিজের সৌন্দর্য টিকে থাকবে অনেকদিন।