শামীম আহমেদ চৌধুরী : বানিয়াচং উপজেলার ৬ নং কাগাপাশা ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
কাগাপাশা ইউনিয়নের আনন্দ বাজার শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, সর্বস্তরের জনগনের উপস্থিতিতে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইব্রাহীম আহমেদ সোহানের পরিচালনায় ও আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৬নং কাগাপাশা ইউ/পি’র চেয়ারম্যান জনাব মোঃ এরশাদ আলী, যুবলীগ সভাপতি মোঃ জুনাব আলী, সেচ্চাসেবকলীগের সাবেক সভাপতি মাজু মিয়া, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের বাবু অঞ্জন দাশ সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।