বানিয়াচঙ্গের উত্তর সাঙ্গর গ্রামের স্কুলছাত্রী ধর্ষণের শিকার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 25 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গের উত্তর সাঙ্গর গ্রামের স্কুলছাত্রী ধর্ষণের শিকার

অনলাইন এডিটর
August 25, 2020 2:59 am
Link Copied!

 

স্টাফ রিপোর্টার : বানিয়াচঙ্গ উপজেলার উত্তরসাঙ্গর গ্রামে ৯ম শ্রেণীর এক ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে।

গত রবিবার রাত ১২ টায় ওই গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উত্তরসাঙ্গর গ্রামের ইফনুছ আলীর পুত্র তানভীর মিয়া (২০) দীর্ঘদিন ধরে জনৈক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ওই দিন রাতে পেশাগত কাজে ছাত্রীর স্বজনরা বাহিরে থাকার সুবাদে তানভীর ঘরের দরজা উপড়ে ভেতরে প্রবেশ করে গামছা দিয়ে হাত বেঁধে ধর্ষণ করে। পরদিন সকালে বিষয়টি জানা-জানি হলে ধর্ষিতাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

বানিয়াচঙ্গে থানার ওসি এমরান হোসেন জানান, ঘঁনাটি শুনেছি, দ্রুত আইন-আনুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।