শামীম চৌধুরী, বানিয়াচং : বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউরি ইউনিয়নের আওয়ামীলীগ নেতা কামাল হত্যার আসামিদেরকে হবিগঞ্জ জেলা ডিবির সাব ইনিসপেক্টর আজাদ আবুল কালামের নেতৃত্বে হবিগঞ্জ শহরতলীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আনুমানিক দুপুর ২.৩০ মিনিটে তাদেরকে গ্রেফতার করে হবিগঞ্জ ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ছবি: প্রথম থেকে, মোঃ রাহেল মিয়া (২৫), মোঃ জুনেদ মিয়া (২৮), সাইফুল, মোঃ রুমেল মিয়া (২৫), মোঃ মুকিত মিয়া (৫১), মোঃ ফরিদ মিয়া (৩৬)
গ্রেফতার কৃত ব্যক্তিরা হলেন, মোঃ ফরিদ মিয়া (৩৬) পিতা মৃত রাজাকার উছমান মিয়া, মোঃ ফজলু মিয়া (৫৫) পিতা মৃত উছমান মিয়া, মোঃ কালা মিয়া (৫৩) পিতা মৃত উছমান, মোঃ মুকিত মিয়া (৫১) পিতা মৃত উছমান মিয়া, মোঃ জুনেদ মিয়া (২৮) পিতা ফজলু মিয়া, মোঃ নাঈম মিয়া (২২) পিতা ফজলু মিয়া, মোঃ রুমেল মিয়া (২৫) পিতা তনু মিয়া, মোঃ এবাদুর মিয়া (৩০) পিতা জহুর মিয়া, মোঃ জুয়েল মিয়া (৩৮) পিতা সামছু মিয়া, মোঃ সুজন মিয়া (৪০) পিতা সামছু মিয়া, মোঃ রাহেল মিয়া (২৫) পিতা সামছু মিয়া, মোঃ রুহেল মিয়া (২৮) পিতা সামছু মিয়া, মোঃ নুরুল ইসলাম ৫০ পিতা আঃ ওয়াহিদ।
এর আগে কামাল হত্যা মামলার আসামি হাবিব চেয়ারম্যানের অন্যতম ক্যাডার সাইফুলকে দিনারপুর মোড়াগাও থেকে ঈদের দিন বিকাল ৫ : ৩০ মিনিটের সময় নবিগঞ্জ থানা পুলিশ ও হবিগঞ্জ ডিবির যৌত অভিযানে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
গতকাল (১লা আগস্ট) তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (নবিগঞ্জ) তুললে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম সাহেবের উপস্থিতিতে সে ১৬৪ ধারায় কামাল হত্যার সাথে সরাসরি জরিত থাকার স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয় তার জবানবন্দিতে সে বলেন, কামালকে হত্যা করার এক সপ্তাহ আগে কামাল হত্যার পরিকল্পনার গোপন বৈঠক হয়। কামাল হত্যার মাস্টার মাইন্ড এবং প্রধান পরিকল্পক চেয়ারম্যান হাবিবুর রহমানের নির্দেশে তাকে হত্যা করা হয়। ঐ গোপন বৈঠকে আবিদ ও ফরিদ ফারুক সাইফুল জুনেদ মুকিত সহ আরও অনেকের সাথে আমিও উপস্থিত ছিলাম এবং সে তার জবান বন্দিতে বারবারই চেয়ারম্যান হাবিবের নাম উল্লেখ করে।
উল্লেখ্য যে গত ২২ জুলাই রোজ বুধবার তাদের পার্শবর্তি গ্রাম নোওয়াগাও এ একজন বৃদ্ধের জানাযার নামাজ পড়ে বিকাল সারে পাচঁটায় বাড়ি ফিরছিলেন আওয়ামীলীগ নেতা কামাল।
এসময় উল্লেখিত আসামিদ্বয় শিবগঞ্জ বাজারের পূর্বপাশে ডাঃ আব্দুল খালিক স্বাস্থ্য কেন্দ্রের কাছে ওয়ামীলীগ নেতা কামালকে দুইটি অটোরিক্সা দিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র দা রামদা চাকু দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রেখে চলে যায়।
খবর পেয়ে কামালের স্বজনরা মুমুর্ষ অবস্থায় তাকে উসমানী মেডিকেলের ইমার্জেন্সীতে ভর্তি করেন, রাত সারে এগারোটায় রক্তশূন্যতার কারনে কামাল মৃত্যুর কোলে ঢলে পড়েন।