বানিয়াচং ‍উপজেলার ১৪ ইউপিতে আ’লীগের বিদ্রোহী ৮ : স্বতন্ত্র হিসেবে থাকছেন আরো ৭ জন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 11 December 2021
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচং ‍উপজেলার ১৪ ইউপিতে আ’লীগের বিদ্রোহী ৮ : স্বতন্ত্র হিসেবে থাকছেন আরো ৭ জন

Link Copied!

ইমদাদুল হক মাসুম,বানিয়াচং :  স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উতপ্ত হয়ে উঠেছে তৃণমূল। ভোটের বিরোধী শিবিরের শক্ত প্রতিপক্ষ না থাকলেও অধিকাংশ ইউপিতে সরকারি দলের নৌকা প্রতীকের শক্তিশালী প্রতিপক্ষ নিজ দলের বিদ্রোহীরা। দায়িত্বশীল নেতাদের কঠোর অবস্থান ও হুঙ্কার পাত্তা না দিয়েই প্রার্থী হয়েছেন বিদ্রোহীরা।

যার কারণে তৃণমূলে মুখোমুখি আওয়ামী লীগের নেতাকর্মীরা। তৃণমূলের নেতাকর্মীদের বিভেদ নিয়ে শঙ্কায় পড়েছেন আ.লীগের দায়িত্বশীল নেতারা। তৃণমূলের চেইন অব কমান্ড বজায় রাখা যাচ্ছে না কোনো মতেই।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

দলের সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে । শুধু বহিষ্কার বা অব্যাহতি নয়, ভবিষ্যতে দলের কোনো পদ-পদবিতে (বিদ্রোহী) না রাখায় সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে আ’লীগের হাইকমান্ড। বিদ্রোহীদের মদতদাতাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দলীয় সুত্রে নিশ্চিত হওয়া গেছে।

এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় বানিয়াচংয়ে আগামী ২৬ শে ডিসেম্বর ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাদের দলীয় প্রতীক নৌকায় নির্বাচন করছে। তাই দল থেকে প্রত্যেক ইউনিয়নে মাত্র একজনকেই মনোনয়ন দেয়া হয়েছে।

সেই হিসেবে বানিয়াচং উপজেলার ১৪ টি ইউনিয়নে দলের মনোনীত প্রার্থী ১৪ জন। বাকি যারা দলীয় প্রতীক চাওয়ার পরেও পান নাই তাদেরকে দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য কড়া নির্দেশ দেয়া হয়েছে। দলের সিদ্ধান্তের বাহিরে যেতে পারবে না কোনো প্রার্থী । কিন্তু সেই নির্দেশ অমান্য করে দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে বিদ্রোহী নির্বাচন করছেন ৮ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
অন্যদিকে নৌকা প্রতীক না চেয়েও অন্তত আরো ৭ জন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।  এক নজরে দেখে নেওয়া যাক কারা হচ্ছেন বিদ্রোহী প্রার্থী-
৫ নং দৌলতপুর ইউনিয়ন :  আজিজুর রহমান-ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য তিনি । দলীয় প্রতীক নৌকা না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া মার্কা নিয়ে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন ।
৬ নং কাগাপাশা ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি এরশাদ আলী নৌকা প্রতীক না পেয়ে আনারস মার্কায় বিদ্রোহী হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছে।
৮ নং খাগাউড়া ইউনিয়ন :   ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল লতিফ দুলাল দলীয় মনোনয়ন না পেয়ে আনারস মার্কা নিয়ে দলের বিদ্রোহী  হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
১১ নং মক্রমপুর ইউনিয়ন :  ১১ নং মক্রমপুর ইউনিয়ন থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী আনারস মার্কা নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাহির মিয়া দলীয় মনোনয়ন চেয়েও না পেয়ে মোটরসাইকেল মার্কা নিয়ে দলের বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন।।
১৪ নং মুরাদপুর ইউনিয়ন :  উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম পাশা দলীয় মনোনয়ন না পেয়ে আনারস মার্কা নিয়ে আগামী নির্বাচনে দলের বিদ্রোহী হিসেবে নির্বাচন করবেন ।
১৫ নং পৈলারকান্দি  :  বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল তালুকদার নৌকার মনোনয়ন না পেয়ে চশমা মার্কা নিয়ে দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি । ওিই ইউনিয়নে আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়া টেবিল ফ্যান মার্কা নিয়ে বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন ।
এছাড়াও আরও ৭ জন আওয়ামী লীগ নেতা নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন ইউনিয়নে নির্বাচনে অংশ নিচ্ছেন ।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান, আমরা ১৫ জন বিদ্রোহীদের তালিকা তৈরি করেছি এবং তা জেলায় জমা দিয়েছি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য।
দলের সিদ্ধান্তের বাহিরে কোন সিদ্ধান্ত নাই। আমাদেরকে কেন্দ্র থেকেই বিদ্রোহীদের কঠোর হস্তে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেও যারা দলের সিদ্ধান্ত অমান্য করেছেন তাদের ব্যাপরে জেলা আওয়ামী লীগ কেন্দ্রের অনুমতি নিয়েই সিদ্ধান্ত নিবেন।