হৃদয় খান : বানিয়াচং হাওড়ে নৌকাডুবির ঘটনায় নিহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে গভীর শোক প্রকাশ করেন সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (০৪ আগষ্ট) দুপুর ১২ টার দিকে। এতে নিখোঁজ হন শিবপাশা গ্রামের দুলেনা খাতুন (২৫) এবং তার ভাই, নিখোঁজ হন নূর হোসেন (৩৫) এবং তার পুত্র ছোটন মিয়া (৭)।
এতে সাথে সাথেই দুলেনার মৃত লাশ উদ্ধার করা হয়। পরের দিন অন্য দুজনের লাশ নদীতে ভেসে উঠে। বৃহস্পতিবার (০৮ আগষ্ট) বিকালে সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান নিহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে গভীর শোক প্রকাশ করেন পাশাপাশি পরিবারের সবাইকে শান্তনা দেন।
এসময় উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান সহ এলাকার আরো অনেকে।