ঢাকাWednesday , 3 July 2024
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচং-হবিগঞ্জ রোডে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

Link Copied!

বানিয়াচং-হবিগঞ্জ রোডের সুনারু নামক স্থানে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি ইজিবাইক উল্টে রোডের পাশে পানিতে পরে মিরজাহান মিয়া নামে (২৬) এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা অপর ৪ যাত্রী আহত হয়েছেন। বুধবার (৩জুলাই) দুপুর দেড়টার দিকে উল্লিখিত স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিরজাহান উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়েরপাড়ার আব্দুল বারিক ওরফে সেলাই মিয়ার পুত্র।

পুলিশ সুত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে বানিয়াচং আসার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এরই মধ্যে ইজিবাইকটি বানিয়াচং-হবিগঞ্জ রোডের সুনারু নামক স্থানে পৌছলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইককে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ ইজিবাইকটি রোডের পাশে ছিটকে ডোবায় পরে যায়।

পরে আশেপাশের মানুষ এসে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাস্থলেই মারা যান টমটম চালক মিরজাহান মিয়া। তবে আহতদের নাম পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দিলোয়ার হোসাইন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি দুর্ঘটনা ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। ঘাটক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে।