বানিয়াচং-হবিগঞ্জ মহাসড়কের শুটকি ব্রিজ ঝুঁকিপুর্ণ : মেরামতের দাবি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 14 May 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচং-হবিগঞ্জ মহাসড়কের শুটকি ব্রিজ ঝুঁকিপুর্ণ : মেরামতের দাবি

Link Copied!

হৃদয় হাসান শিশির, বানিয়াচং :  বানিয়াচংয়ে ঝুঁকিপুর্ণ শুটকির ব্রিজটি মেরামতের দাবি জানিয়েছেন বানিয়াচংবাসী। বানিয়াচং এর শুটকির এই ব্রিজটি দীর্ঘদিন যাবত হুমকির মুখে পড়ে আছে। এলাকাবাসীর সংস্কারের দাবি অনেকবার করলেও তা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এতে ঝুঁকিতে চলাফেরা করছেন বানিয়াচংবাসী। যদিও ব্রিজটি বানিয়াচং টু হবিগঞ্জ সড়কের মেইন রোডে পড়েছে। এই সড়ক দিয়ে দিনে হাজার হাজার মানুষ চলাফেরা করে থাকে। এই হুমকির মধ্যে ও থেমে নেই মানুষের আনাগুনা। মানুষ বাধ্য হয়ে চলাফেরা করছে এই ঝুকিপূর্ণ ব্রিজটি দিয়ে। কারন এর পাশে নেই কোনে বিকল্প সড়ক । তাই দুর্ভোগে পড়েছেন বানিয়াচংবাসী।

ছবি : ঝুঁকিপুর্ণ শুটকি ব্রিজের একাংশ ।

এ প্রসঙ্গে এই রাস্তা দিয়ে চলাচলকারী কয়েকজনেরে সাথে কথা বললে আমার হবিগঞ্জ কে বলেন, দীর্ঘ দিন যাবত এই ব্রিজটি নিয়ে তাল বাহানা চলছে। নেই কোনো সংস্কারের উদ্যোগ। তারা আরো বলেন ঝুঁকিপূর্ণ ব্রিজটি একদিকে ভাঙে ত একটু মেরামত করা হয়, আরেকদিকে ভাঙে ত আরেকটু মেরামত করা হয়। কিন্তু একেবারে মেরামত করা হয় না। এতে দুর্ভোগে পড়েছি আমরা বামিয়াচংবাসী। কারন হবিগঞ্জ আমাদের জেলা শহর। সবসময় আসা-যাওয়া করতে হয়। এজন্য বানিয়াচংবাসী এই ঝুকিপূর্ণ ব্রিজটি দ্রুত মেরামত এর দাবী জানান।