বানিয়াচং-হবিগঞ্জ'র একমাত্র রাস্তাটি পানির নীচে তলিয়ে চরম দূর্ভোগের সৃষ্টি। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 14 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচং-হবিগঞ্জ’র একমাত্র রাস্তাটি পানির নীচে তলিয়ে চরম দূর্ভোগের সৃষ্টি।

Link Copied!

                 ছবি: দূর্ভোগে জনসাধারন

শেখ সজীব হাসান, বানিয়াচং : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা একটি ভাটি এলাকা। এই এলাকাটি ভাটি হওয়ায় অল্প কয়েকদিনের বৃষ্টিপাতে উজান থেকে পানি বানিয়াচং হাওড়ের দিকে নেমে আসছে। তাই দিনদিন হাওড়ের পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে বানিয়াচং হবিগঞ্জের একমাত্র রাস্তার কালার ডুবা নামক স্থান পানির নীচে তলিয়ে গেছে।

জানা যায় যে, বানিয়াচং এবং আজমেরীগঞ্জ দুই উপজেলার লোকদের হবিগঞ্জ জেলার সাথে সংযোগের একমাত্র রাস্তার কালারডুবা বেইলি ব্রীজটি ঝুঁকিপূর্ণ থাকায়, সেই ব্রীজটি পূন-নির্মাণের জন্য কাজ শুরু করা হয়। এতে করে যানবাহন চলাচলের জন্য একটি বিকল্প রাস্তা তৈরি করা হয়। কিন্তু প্রায় দীর্ঘ দুই বছর ধরেও শেষ হচ্ছে না ব্রীজের পূন-নির্মাণের কাজ। তাই দীর্ঘ দিন যাবৎ বিকল্প রাস্তাটি দিয়ে যান চলাচল অব্যাহত ছিলো। কিন্তু বিকল্প রাস্তাটি নীচু হওয়ায় অল্পদিনের বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে করে চরম দূর্ভোগের সৃষ্টি হচ্ছে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দীর্ঘ যানজটে আটকা পরতে হচ্ছে যাত্রীদের। তাছাড়া এই রাস্তা দিয়ে চলাচল করা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এ ব্যাপারে বানিয়াচঙ্গের সিএনজি ইউনিয়নের লাইন সেক্রেটারি রুমন মিয়ার সাথে কথা হলে তিনি ‘দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান, দিন দিন যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে এতে করে দু’একদিনের মধ্যে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে।গাড়ি চলাচল বন্ধ হলে আমাদের আয়-রোজগার বন্ধ হয়ে যাবে।এতে যাত্রীদের দূর্ভোগের সাথে আমরা সিএনজি চালকদের চরম দূর্ভোগ পোহাতে হবে।

তাছাড়াও তিনি রাস্তাটি পুরোপুরি তলিয়ে যাওয়ার পূর্বেই দ্রুত কোন পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।