হৃদয় খান, বানিয়াচং : বানিয়াচং এ ১৪ নং মুরাদপুর ইউনিয়ন এর আয়োজনে জাতীয় শোক দিবস পালনের জন্য এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (১০’ই আগষ্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আবদুল মজিদ খান, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আবুল কাশেম চৌধুরী, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ তজমুল হক, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও দলীয় নেতৃবৃন্দসহ ইউনিয়নের জনসাধারণ।