বানিয়াচং মহিলা বিষয়ক কার্যালয়ে জনবল সংকট : ব্যাহত হচ্ছে কার্যক্রম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 8 September 2021
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচং মহিলা বিষয়ক কার্যালয়ে জনবল সংকট : ব্যাহত হচ্ছে কার্যক্রম

Link Copied!

তাপস হোম  :   বানিয়াচং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে দীর্ঘদিন যাবৎ শুন্য পদগুলোতে জনবল না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। এমনি অভিযোগ স্থানীয় সেবাগ্রহীতাদের। যদিও উপজেলা পর্যায়ে দিনদিন বৃদ্ধি পাচ্ছে মহিলা বিষয়ক কার্যালয়ের কাজের পরিধি। কর্মপরিধি বাড়লেও সে অনুযায়ী বাড়েনি জনবল। যে কারনে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেবাগ্রহীতারা।

 

 

 

 

 

ছবি : তালাবদ্ধ বানিয়াচং মহিলা বিষয়ক কার্যালয়

 

 

 

 

 

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,উপজেলা পর্যায়ে কোন সভা-সেমিনার হলেই উনাদের দেখা মিলে। অফিস চলাকালীন অনুসন্ধানে গিয়ে দেখা যায়,মহিলা বিষয়ক অফিস এবং কর্মকর্তার কার্যালয় তালাবদ্ধ। এব্যাপারে দায়িত্বে থাকা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে বলেন,অনেক সময় অফিস তালা লাগিয়ে স্টাফদের বাহিরে যেতে হয় সেক্ষেত্রে জরুরি প্রয়োজনে অফিসের দরজায় স্টাফের মোবাইল নম্বর টাঙানো থাকে।

 

একজন অফিস সহকারী ও ট্রেইনার দিয়েই চলছে কার্যক্রম। দীর্ঘদিন যাবৎ তিনটি পদ শুন্য পরে আছে। এদিকে কর্মকর্তা,সুপারভাইজার ও এমএলএসএস এর পদগুলো শুন্য থাকায় আমাকেই সবকিছু সামাল দিতে হয়। তাছাড়া প্রায় ১৪ মাস যাবৎ কর্মকর্তার পদ শুন্য থাকায় পার্শ্ববর্তী লাখাই উপজেলায় থেকে বানিয়াচং অফিসে এসে আমাকে অতিরিক্ত দায়িত্ব ও পালন করতে হয়।