বানিয়াচং মন্দরী হাই স্কুলের উদ্যোগে হাওরে ধান কাটা শুরু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 22 April 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচং মন্দরী হাই স্কুলের উদ্যোগে হাওরে ধান কাটা শুরু

Link Copied!

বিশেষ প্র্রতিনিধি :     করোনাভাইরাসের কারণে বিদ্যমান পরিস্থিতে স্বাস্থ্যবিধি মেনে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মন্দরী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে হাওরে বোরো ধান কাটা শুরু করা হয়েছে। বুধবার(২২এপ্রিল) সকালে মন্দরী ও সুনামপুর এই দুই গ্রামের মাঝের হাওরে এ ধান কাটা শুরু করা হয়। মন্দরী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ধান কাটা কমিটি মন্দরী গ্রামের কৃষক মো: দিলু মিয়ার ধান ক্ষেত কাটা শুরু করে তারা । বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও ছাত্রদের নিয়ে ২৫ সদস্য বিশিষ্ট একটি ধান কাটা কমিটি গঠন করা হয়েছে।

ছবি : বোরো ধান কাটছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সজীব খানসহ অন্যান্যরা

কমিটির সভাপতি হিসেবে রয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সজীব খান। এ কমিটি সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন কৃষকের ধান কেটে দেবে। যে কৃষকের ধান আগে কাটার উপযোগী হবে তার ধান আগে কাটবে। এসব গ্রামের কৃষকের সন্তানরাও রয়েছে এ কমিটিতে। তারাই পর্যায়ে ক্রমে তাদের নিজেদের ও গ্রামগুলোর কৃষকদের ধান পর্যায়ক্রমে কাটবে।

ছবি : ধান কাটছেন শিক্ষক, ছাত্র ও স্কাউসদল।

কৃষক মো: দিলু মিয়া দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, এ ধরনের উদ্যোগের জন্য সরকারকে জানাই ধন্যবাদ। বর্ষা যতই হোকনা কেন এ উদ্যোগের কারণে দ্রুত আমরা ধান ঘরে নিতে পারবো। কৃষক শেখ ইমানুল বলেন, কামলা না পাওয়ার কারণে ধান কাটা নিয়ে বিপদে ছিলাম। বিদ্যালয়ের এ উদ্যোগের জন্য এখন মনে হচ্ছে ধান ঘরে নিতে পারবো।

ছবি : ধান কাটছে বিদ্যালয়ের স্কাউটস দল।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ধান কাটা কমিটির সভাপতি সজীব খান দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে আমরা বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও ছাত্রদের নিয়ে বোরো ধান কাটার জন্য একটি কমিটি গঠন করেছি। আমাদের এ কমিটি সামাজিক দুরত্ব বজায় রেখে ধান কাটার সহযোগিতা করছে। ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত এ কাজ অব্যাহত থাকবে। এ কাজে বিদ্যালয়ের স্কাউটস দলও রয়েছে। প্রয়োজনে কৃষকদের বিদ্যালয় প্রাঙ্গণ ব্যবহারের জন্য বলা হয়েছে।