তানজিল হাসান সাগর : রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার লক্ষ্যে জনগনের তথ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধান, রাষ্ট্রীয় অর্থ ও সম্পদ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও কল্যাণ মূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সারা দেশের ন্যায় বানিয়াচংয়ের মডেল প্রেসক্লাবে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
“ তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার ” এ প্রতিপাদ্যকে ধারণ করে বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- ২০২১ পালন করা হয় ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টায় ক্লাবের কার্যালয়ে বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালণায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তাগণ বলেন, প্রত্যেক সরকারি-বেসরকারি অফিসের সকল তথ্য জানার অধিকার জনগণের আছে। সঠিক তথ্য উদঘাটন করে সংবাদ মাধ্যমে তা প্রকাশ করেন গণমাধ্যমের কর্মীরা। এ ক্ষেত্রে অনেককে নাজেহালও হতে হয়। তথ্য অধিকার আইন যেন যথাযথ বাস্তবায়ন হয় এ ক্ষেত্রে সরকারের প্রতি আহবান জানানো হয়।
বক্তারা আরো বলেন, “তথ্য অধিকার আইন ২০০৯” এ আইনের ৪র্থ ধারায় তথ্য জানার অধিকারের কথা বলা হয়েছে। তথ্য ভিত্তিক ক্ষমতায়ণ ও সর্বক্ষেত্রে জনগণেন সম্পৃক্ততা বৃদ্ধির অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর তথ্য জানার অধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দেশকে এগিয়ে নিতে তথ্য অধিকার নিশ্চিতে স্ব-স্ব দপ্তর থেকে তথ্য প্রদানে সাংবাদিকদের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহবান জানান তারা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দাল মিয়া, দপ্তর সম্পাদক তানজিল হাসান সাগর, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, শেখ সফিকুল ইসলাম শফিক ও ইমতিয়াজ আহমেদ লিলু প্রমুখ।