বানিয়াচং বনমথুরা কমিউনিটি ক্লিনিকে সেবা পাচ্ছেনা এলাকাবাসী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 20 May 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচং বনমথুরা কমিউনিটি ক্লিনিকে সেবা পাচ্ছেনা এলাকাবাসী

Link Copied!

হৃদয় হাসান শিশির, বানিয়াচংঃ    করোনার এই দুরসময়ে বানিয়াচং ৪নংইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের বনমথুরা কমিউনিটি ক্লিনিক থেকে পাওয়া যাচ্ছেনা উপযুক্ত সেবা বলে অভিযোগ করেন স্হানীয় জনসাধারণ। যদিও সরকার শুক্রবার ছাড়া প্রতিদিন জনগনকে সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু তা পাওয়া যাচ্ছেনা বলে জানা যায়। কারন সরকার প্রতিদিন সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত কমিউনিটি ক্লিনিক খোলা রেখে জনগনকে সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু বানিয়াচং ৪নং ইউনিয়ন এর ৩ ওয়ার্ডের বনমথুরা কমিউনিটি ক্লিনিক তা মানছেন না। তারা সপ্তাহে ২/৩ দিন খোলা রাখছেন এই ক্লিনিক। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার জন সাধারণত। এ বিষয়ে এলাকার বিশিষ্ট মুরুব্বি বাবরুচৌধুরী এর সাথে কথা বললে তিনি আমার হবিগঞ্জ কে জানান, বানিয়াচং এর এই ক্লিনিকটি প্রতিদিন খোলা হচ্ছে না। দেওয়া হচ্ছে না ঠিক মত ঔষধ ও।

ছবি : বানিয়াচং ৪নং ই্উপির এই কমিউনিটি ক্লিনিকে ঠিক মতো সেবা দেয়া হচ্ছেনা অভিয়োগ রয়েছে এলাকাবাসী

তিনি আরও বলেন এই ক্লিনিক টি ২/৩দিন পর পর খোলা হয়। আবার খোলা হলে সকাল ১০/১১দিকে খোলে আবার ১২টার দিকে চলে যায়। আবার মানুষ ঔষধ চাইলে অনেক মানুষকে গালিগালাজ করে। এতে দুর্ভোগে ভুগছি আমরা এলাকার সাধারণ জনগন। তিনি জানান আমরা অনেকবার এলাকার জনপ্রতিনিধিদের কাছে গিয়েছি কিন্তু তা কোনো কাজ হয়নি। এ প্রসঙ্গে বানিয়াচং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আল হাদি শাহ পরান এর সাথে কথা বললে তিনি দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, আসলে এবিষয়ে তিনি অবগত নয়। তার জানা মতে উক্ত ক্লিনিকে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সে প্রতিদিন গিয়ে সেবা দিয়ে আসছেন। তিনি আরও বলেন স্হানীয় এলাকাবাসীর অভিযোগ যদি সত্য হয় আমরা তদন্ত করে তার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নিব।