বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং প্রেসক্লাবের সেক্রেটারি ও বাংলাদেশ খবর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি খলিলুর রহমান খলিলের বড় ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী মো: আবু মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল করেছে বানিয়াচং প্রেসক্লাব। শুক্রবার (২৬জুন) আছরের নামাজের পর উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ছবি : মিলাদ মাহফিলে একফাঁকে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া
মিলাদ মাহফিলে দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ও দৈনিক কালেরকন্ঠ’র বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া। মিলাদ মাহফিলে বিপুল সংখ্যক আলেম-ওলামা ছাড়াও বানিয়াচং প্রেসক্লাবের দুটি সেশন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা ইউছুফ।

ছবি : মিলাদ মাহফিলে শেষে চা-চক্রের একফাঁকে বানিয়াচং প্রেসক্লাব নেতৃবৃন্দ
পরে উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গনে এক চা-চক্রে মিলিত হন ক্লাবের সকল সদস্যরা। উল্লেখ্য,বানিয়াচং প্রেসক্লাব সেক্রেটারি খলিলুর রহমান খলিলের বড় ভাই আবু মিয়া (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার ( ২৩জুন) রাত ১২টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ মেয়ে ১ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য আতœীয়স্বজন গুনগাহী রেখে গেছেন।

ছবি : প্রেসক্লাব সেক্রেটারি খলিলের ভাইয়ের মৃত্যুতে বানিয়াচং প্রেসক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল
মরহুম আবু মিয়া আগামী মাসের ৩ তারিখ যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিল। বুধবার (২৪জুন) বানিয়াচং দারুল কোরআন মাদ্রাসা ময়দানে জানাজার নামাজ শেষে স্থানীয় বিবির দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়।