রায়হান উদ্দিন সুমন : বানিয়াচং প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের আলোচিত পর্যটন কেন্দ্র সাদা পাথরে বানিয়াচং প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি,দৈনিক আামার দেশ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হেমায়েত আলী খান ও সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি খলিলুর রহমান খলিলের নেতৃত্বে বানিয়াচংয়ে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক,ইলেক্ট্রেনিকস ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত ১৬ জন সাংবাদিক দিনব্যাপী আনন্দে মেতে উঠেন।
বনভোজনের একফাঁকে বানিয়াচং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী তোফায়েল রেজা সোহেলের জন্মদিন উপলক্ষে সাদা পাথরের স্বর্গ রাজ্যে কেক কেটে জন্মদিন উদযাপন করেন সাংবাদিকরা। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বানিয়াচং প্রেসক্লাবের বনভোজনে উপস্থিত ছিলেন-বানিয়াচং প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন,কোষাধ্যক্ষ ও দৈনিক সময়ের আলো পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মো.আশিকুল ইসলাম,প্রকাশন সম্পাদক ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শিব্বির আহমেদ আরজু,প্রেসক্লাবের সদস্য ও সিলেটের দৈনিক যুগভেরী পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আব্দুল হক মামুন,সদস্য ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটন,সদস্য ও দৈনিক মানবজমিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া,সদস্য ও সিলেটভিউ’র বানিয়াচং প্রতিনিধি জসিম উদ্দিন,সদস্য ও দৈনিক প্রভাকর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আব্দাল মিয়া,
সদস্য ও বাংলাদেশ টুডে পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আতাউর রহমান মিলন দৈনিক দেশজমিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি দেওয়ান শোয়েব রাজা,সদস্য ও বাংলাটিভির বানিয়াচং প্রতিনিধি আলআমিন খান,এনটিভি’র বানিয়াচং প্রতিনিধি আক্তার হোসেন আল-হাদি,দৈনিক দেশজমিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি দিলোয়ার হোসেন ও ডেইলি বাংলাদেশ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তানজিল হাসান সাগর।