জসিম উদ্দিন, বানিয়াচংঃ বানিয়াচং প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২ টার দিকে শহীদ মিনার সংলগ্ন হারুন ভিলার ২য় তলায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ইমদাদুল হোসেন খান, দেওয়ান সুয়েব রাজা, শেখ জোবায়ের জসিম, জীবন আহমেদ লিটন, আনোয়ার হোসেন, সাহিদুর রহমান, আশিকুল ইসলাম, জসিম উদ্দিন, আবদাল মিয়া, ফরহাদ হোসেন সুমন, তাপস হোম, আতিউর রহমান, সফিকুল ইসলাম শফিক, তৌহিদুর রহমান পলাশ, নজরুল ইসলাম তালুকদার, সৈয়দ মছরুর আহমেদ, শেখ আক্তার হোসেন আল হাদী প্রমুখ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ২০২০-২১ইং উপজেলা প্রেসক্লাবের অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়, নতুন সদস্য অন্তর্ভুক্তসহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা হয়।