বানিয়াচং প্রেসক্লাবকে পিপিই দিলেন ডাক্তার সাবরিনা মোহনা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 8 April 2020

বানিয়াচং প্রেসক্লাবকে পিপিই দিলেন ডাক্তার সাবরিনা মোহনা

Link Copied!

বিশেষ প্রতিনিধি :   করোনার এই পরিস্থিতিতে পিপিই সংকটের কারণে মাঠে ঝুঁকি নিয়ে কাজ করছিলেন হবিগঞ্জের বানিয়াচংয়ের সাংবাদিকরা। পেশাগত কাজে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে বানিয়াচংয়ের সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিলেন ডাক্তার সাবরিনা মোহনা।

সম্প্রতি বানিয়াচং প্রেসক্লাবের ১৫ জন সাংবাদিককে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) দিলেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সাবরিনা মোহনা।

ছবি : বানিয়াচং প্রেসক্লাবকে পিপিই দিলেন ডাক্তার সাবরিনা মোহনা

তিনি দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কঠিন সময় পার করছেন মানুষ। এ সময়  ডাক্তার, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর মতো সাংবাদিকরাও ঝুঁকি নিয়ে মাঠে সংবাদ সংগ্রহের কাজে থাকেন। তাই তাদেরও পেশাগত নিরাপত্তার দরকার রয়েছে। বিষয়টি মাথায় রেখেই ব্যক্তিগতভাবে এই পিপিই প্রদান করা হল।

এদিকে সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করায় ডাক্তার সাবরিনা মোহনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি হেমায়েত আলী খান ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিলসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ডাক্তার সাবরিনা মোহনা বানিয়াচংয়ের চৌধুরী পাড়ার মৃত আব্দুল হান্নান ঠাকুরের পুত্র গোলাম আজম ঠাকুর রিংকু’র স্ত্রী। রিংকু ডাচবাংলা ব্যাংক লিমিটেড ঢাকা হেড অফিসে কর্মরত।

বানিয়াচং সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়