বানিয়াচং পূজা উদযাপন পরিষদের মৌন অবস্থান কর্মসূচি পালন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 14 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচং পূজা উদযাপন পরিষদের মৌন অবস্থান কর্মসূচি পালন

Link Copied!

তানজিল এইচ সাগর :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌন শোক অবস্থান কর্মসূচি পালন করেছে বানিয়াচং পূজা উদযাপন পরিষদ বানিয়াচং শাখা। শুক্রবার (১৪আগস্ট) বেলা সাড়ে ১১টায় বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ এর সামনে এই মৌন অবস্থান পালন করা হয়।

 

ছবি : মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে বানিয়াচং পূজা উদযাপন পরিষদ।

 

বানিয়াচং পূজা উদযাপন পরিষদ এর সভাপতি কৃষ্ণ দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাধব দেব এর পরিচালনায় মৌন শোক অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন-পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাদল ভট্রাচার্য্য,নিখিল আচার্য্য,য্গ্মু সাধারণ সম্পাদক অপূর্ব রায়,কোষাধ্যক্ষ হিমেল আচার্য্য,বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সঞ্জয় ভট্রাচার্য্য।

মৌন অবস্থান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বানিয়াচং জয়কালি বাড়ির সভাপতি তাপস কৃষ্ণ মহারত্ন,গীতা সংঘের সভাপতি রাসমনি আচার্য্য,মহারতœপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন দেব,সুপ্রিয় পাল,নিত্য দেব,ভূলন ভট্রাচার্য্যসহ সনাতন সেবা সংঘের সদস্যবৃন্দ।