হৃদয় খান : বানিয়াচং : বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক এর নানান প্রকার প্রয়োজনীয় আসবাব পত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় “শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রান” এই লক্ষবার্তা কে সামনে রেখে বানিয়াচং উপজেলার অন্তর্ভুক্ত ৫নং দৌলতপুর ইউনিয়নের মোট ৩ টি কমিউনিটি ক্লিনিকের আসবাব পত্র বিতরণ করা হয়।
উক্ত আসবাব পত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান।
আরো উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার সহ দলীয় নেতৃবৃন্দ এবং উপজেলায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।