তানজিল হাসান সাগর : সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেরও মরণব্যাধী করোনা ভাইরাসে আক্রমন প্রতিদিনিই উল্রেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে হবিগঞ্জসহ সবকটি উপজেলা রয়েছে চরম ঝুঁকিতে। এরই ধারাবাহিকতায় জনসচেতনতার লক্ষ্যে কোভিড-১৯ করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে বানিয়াচংবাসীকে সচেতন রাখতে অভিনব প্রচারণা চালিয়ে যাচ্ছে বানিয়াচং থানা পুলিশ। বৃহস্পতিবার(১৪মে) এই প্রচারণা চালায় তারা।
হবিগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহর সার্বিক নির্দেশনায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল ও হাটবাজারে হ্যান্ড মাইক দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে এসআই জুলহাস মিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি দল। তারা বিভিন্ন শ্লোগান সম্বলিত লিফলেট হাতে নিয়ে জনগণের স্বার্থে কিছু নিয়ম মেনে চলার অঙ্গিকার পালনের জন্য প্রচারণা চালাচ্ছেন ।

ছবি : বানিয়াচংয়ে জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস সচেতনতায় প্রচার চালাচ্ছেন পুলিশ সদস্যরা
শ্লোগানের মধ্যে রয়েছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তর্কে না জড়ানো। গোষ্টিগত বিরোধকে কেন্দ্র করে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি না করা । দাঙ্গা-হাঙ্গামা করে কারো প্রাণহানী না ঘটানো । কোন প্রকার সমস্যা হলে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সহায়তা নিষ্পত্তি করার জন্য অনুরোধ জানান তারা। অন্যদিকে আইন নিজের হাতে তুলে না নিতে আহবান জানানো হয় । অযথা মামলা-মোকদ্দমায় জড়িয়ে আর্থিক এবং সামাজিক ক্ষতিগ্রস্থ না হতে প্রচারণা চালায় পুলিশ সদস্যরা । পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুষ্টু -সুন্দর সমাজ গড়ার এবং সংকটকালীন সময়টাতে ঘরে থেকে জে নিরাপদ এবং প্রিয়জনদের নিরাপদ রাখার জন্য আহবান জানানো হয় এই প্রচারনায়।