ঢাকাSunday , 1 September 2024
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচং থানায় ফেরেনি স্বাভাবিক কার্যক্রম

Link Copied!

বানিয়াচং থানা পুলিশ সদস্যদের কোথাও যাওয়ার জন্য কোনো গাড়ি নেই। এখনো স্বাভাবিকভাবে মাঠে ফিরতে পারছে না পুলিশ। কার্যক্রম আটকে রয়েছে অভ্যন্তরীণ সেবায়-ই। জননিরাপত্তা নিশ্চিত করতে কর্মতৎপরতা থাকলেও মাঠ পর্যায়ে কাজ করতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।

মামলার তদন্ত কিংবা আসামি গ্রেপ্তারেও আগের মতো পুলিশের ভূমিকা চোখে পড়ছে না। থানার কার্যক্রমও শুরু হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো পুলিশের খুব একটা তৎপরতা নেই। ভুক্তভোগী ও সেবা প্রত্যাশীরা তাদের নানা অভিযোগ নিয়ে স্থানীয় সেনাবাহিনী ক্যাম্পে হাজির হচ্ছেন।

জানা যায়, গত ৫ আগস্ট বানিয়াচং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে বানিয়াচং থানা পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় ৫ আন্দোলনকারী। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো ৩ জন। উত্তেজিত জনতা একপর্যায়ে পুলিশের এসআই সন্তোষ দাশ চৌধুরীকে পিটিয়ে মেরে গাছে ঝুঁলিয়ে দেয়।

ওই দিন শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেলে বানিয়াচং থানায় হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা থানার ভিতরে থাকা মোটরসাইকেলসহ পুলিশের গাড়ি পুড়িয়ে দেয়। লুট করা হয় থানার আগ্নেয়াস্ত্রসহ মূল্যবান জিনিসপত্র। থানার ভেতর এখনো রয়ে গেছে আগুনে পুড়ে ধ্বংস হওয়া গাড়িগুলো।

সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ায় ও প্রয়োজনীয় লজিস্টিক, আসবাবসহ সব সরঞ্জাম ধ্বংসপ্রাপ্ত হওয়ায় থানার কার্যক্রম সীমিত পরিসরে চলছে। অস্থায়ীভাবে উপজেলা পরিষদের বিআরডিবি ভবনে কার্যক্রম চলমান রয়েছে। ইতমধ্যে বানিয়াচং থানায় নতুন ওসিসহ ১৪ জন পুলিশ সদস্যদের পদায়ন করা হয়েছে। তবে পুলিশ সদস্যরা এখনো যোগদান করেননি। থানায় বসার কোনো পরিবেশ সৃষ্টি হয়নি এখনো। ভেতরে মেরামতের কাজ চলমান রয়েছে।

সরেজমিনে থানায় গিয়ে দেখায় যায়, ৬ জন শ্রমিক কাজ করছেন। কেউ দেয়ালের প্লাস্টার আবার কেউ বা রং দিচ্ছেন। এখনো ভবনের কোন জানালা বা দরজা লাগানো হয়নি। তবে পুরো ভবনের কাজ শেষ হতে প্রায় মাস থেকে দেড় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন শ্রমিক বাবুল মিয়া।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স সেবা দেয়া হচ্ছে আপাতত। এ অবস্থায় আগের মতো শতভাগ তো সম্ভব নয়। এর পরও যতটা সম্ভব সেবা দিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, শঙ্কা কাটিয়ে আশা করছি ধীরে ধীরে সচল হবে থানার কার্যক্রম। সব কিছু স্বাভাবিক হতে একটু সময় লাগবে।