পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হলেও বানিয়াচং থানাতে ফেরেনি পুলিশ সদস্যরা। থানার নিরাপত্তায় মাত্র একজন আনসার সদস্য রয়েছেন। এদিকে পুলিশের কার্যক্রম না থাকায় উপজেলাজুড়ে নাগরিকদের নিরাপত্তাহীনতা আর উদ্বেগ বেড়েছে। পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই দেশজুড়ে থানাসহ পুলিশের স্থাপনাগুলোতে একের পর এক হামলা হতে থাকে। নির্বিচারে আক্রমণ হতে থাকে থানায়, ভাঙচুর ও লুটপাটও করা হয় অনেক থানায়।
এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে বানিয়াচং থানা পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে নিহত হন ৭ আন্দোলনকারীসহ ১ পুলিশ সদস্য। সরেজমিনে গতকাল শনিবার দুপুর ২টার দিকে বানিয়াচং থানায় গিয়ে দেখা যায়, মাত্র ১ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। উৎসুক জনতা থানার ভিতরে ছবি উঠাচ্ছেন। থানা প্রাঙ্গণে রয়েছে পোড়া গাড়ির স্তুপ। সর্বত্র পোড়ার গন্ধ বিরাজ করছে। থানার ভেতরের সবকটা রুম পুরো খালি অবস্থায় রয়েছে।
এদিকে গত শুক্রবার (৯আগস্ট) রাতে বানিয়াচং উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর মাহী আহমেদ চৌধুরীর পক্ষ থেকে থানা থেকে লুটপাট হওয়া বিভিন্ন আসবাবপত্র এমনকি পুলিশের অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র গোলাবারুদ ফেরত দিতে উপজেলাজুড়ে মাইকে প্রচারণা চালানো হয়েছে। গত বুধবার (৭আগস্ট) পুলিশের আইজি হিসেবে দায়িত্ব নেয়ার পরই মো. ময়নুল ইসলাম বৃহস্পতিবার (৮আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেন।
তবে বৃহস্পতিবার বিকাল থেকে শনিবার (১০আগস্ট) দুপুর ২টা পর্যন্ত পুলিশের কোনো কার্যক্রম বা কোনো পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। থানা নিরাপত্তার দায়িত্বরত আনসার সদস্য ছাবু মিয়া জানান, সেনবাহিনীর সদস্যরা মাঝে মধ্যে একবার আসেন। থানা থেকে লুট হওয়া কিছু জিনিসপত্র নামেমাত্র জমা হয়েছে, সেগুলো বিএনপির নেতাদের মাধ্যমে উপজেলা পরিষদে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। থানায় কোন কিছুই নেই।