শামীম চৌধুরী : বানিয়াচং থেকে : হবিগঞ্জের বানিয়াচং থানায় ইউকে প্রবাসী দেয়া উপহার জীবাণুনাশক টানেল উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ ।রোববার (২আগ্ট) এই টানেল উদ্বোধন করেন তিনি।
বানিয়াচং থানা পুলিশের সামান্য সেবা হিসাবে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের কাগাপাশা গ্রামের জনতা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা মরহুম আবু তাহের চৌধুরীর সুযোগ্য সন্তান ইউকে প্রবাসী মোঃ টিপু চৌধুরী বানিয়াচং থানা কমপ্লেক্সে জীবাণুনাশক টানেলটি উপহার দেন। উপহারকৃত টানেলটি শুভ উদ্বোধনন করেন পুলিশ সুপার । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান হোসেন।

ছবি : বানিয়াচং থানায় স্থাপনকৃত জীবানুনাশক টানেলটি উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ (বিপিএম-পিপিএম)
ঈদ উল আযহা উপলক্ষে মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ (বিপিএম পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম সাহেবের দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণও মাদক জুয়া সন্ত্রাস নির্মুলে সাঁড়াশি অভিযানের জন্য থানা এলাকায় মোটর সাইকেলে পুলিশি মহড়ার আয়োজন করা হয়।