বানিয়াচং প্রতিনিধ : বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “ বানিয়াচং তাহফিজুল কোরআন মাদ্রাসা কোরআন ফাউন্ডেশন” এর ঈদ পূনর্মিলনী ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বাদ আছর ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও তরঙ্গ টোয়েন্টিফোর ডট কম এর সম্পাদক হাফেজ শিব্বির আহমদ আরজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম তাওহিদ এর সঞ্চালণায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিগত দিনের কার্যক্রম মনিটরিং, সামাজিক কার্যক্রম আরো অগ্রগতি এবং পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ে আন্তর্জাতিক মানের একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করতে জোড় আলোচনা হয়। তা ছাড়া তাহফিজুল কোরআন ফাউন্ডেশন কতৃক প্রতিষ্ঠিত সাগর দিঘির পশ্চিম পাড়ে অবস্থিত “বানিয়াচং গণগ্রন্থাগার”কে আরো সমৃদ্ধ করার সিদ্ধান্ত হয়।

ছবি : বানিয়াচংয়ে তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর সভা অনুষ্ঠিত হয়েছে
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর সিনিয়র সহসভাপতি মুফতি আবুছালেহ মিছবাহ, সহসভাপতি হাফেজ শাহনুর, কোষাধ্যক্ষ হাফেজ সুহাইল আহমদ, পাঠাগার বিষয়ক সম্পাদক হাফেজ মামুনুর রশীদ ও হাফেজ জামাল আহমদ, হাফেজ আবিদ মিয়া, হাফেজ নুরুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ ইকবাল হোসাইন, হাফেজ সুজাত আহমদ প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সালে মেধাবী কিছু হাফেজদের নিয়ে সামাজিক সংগঠন হিসেবে “ বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে বৃক্ষরোপণ কর্মসূচী, অসহায়-দরিদ্র মানুুষের মাঝে খাদ্য বিতরণ, ক্যান্সার আক্রান্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান, হিফজুল কোরআন প্রতিযোগিতা, দরিদ্র মেধাবী ছাত্রদের শিক্ষা উপকরণ বিতরণসহ নিরলসভাবে নানান সামাজিক কার্যক্রম করে যাচ্ছে এ সংগঠনটি। যা ইতিমধ্যে বানিয়াচং উপজেলাসহ হবিগঞ্জ জেলার মধ্যে অন্যতম একটি গতিশীল সামাজিক সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন। এ সংগঠনের উদ্যোগেই “ বানিয়াচং গণগ্রন্থাগার প্রতিষ্ঠা লাভ করে।