বানিয়াচং চতুরঙ্গ রায়পাড়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 23 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচং চতুরঙ্গ রায়পাড়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Link Copied!

 

তাপস হোম, বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চতুরঙ্গ রায়পাড়ায় বুধবার (২২ জুলাই) সন্ধায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে।

১১’টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু বখর (৩৮) রায়পাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে।

নিহতের বড় ভাই আলী আমজাদ জানান, তারা চার ভাই, এর মধ্যে আলী নেওয়াজ (৩০) সবার ছোট। সে মানষীকভাবে ভারসাম্যহীন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৮’টায় নিহত আবু বখর ও তার ছোট ভাই আলী নেওয়াজ প্রতিবেশির বাড়ি থেকে পানি আনতে যায়। পানি এনে রাত ১০’টার দিকে ছোটভাই আলী নেওয়াজ ছুড়ি নিয়ে বড়বাজার শহীদ মিনারে বের হন। এসময় বড়ভাই আবু বখর আনতে গেলে আলী নেওয়াজ ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ছুড়ি দিয়ে আবু বখরের নাকে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে ডা. অপুর্ব দাস তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) মোহাম্মদ শেখ সেলিম “দৈনিক আমার হবিগঞ্জ”জানান, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ঘাতক মানষিক ভারসাম্যহীন। তবে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।