তানজিল সাগর : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করেছে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি।
বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাজারের সকল ব্যবসায়ীদের নিয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল,সাঁতার প্রতিযোগিতা,পাতিল ভাঙ্গা,ফুটবল,পুকুরে হাঁস ধরা,ব্যাডমিন্টন প্রতিযোগীতা। সন্ধ্যার পর উক্ত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বানিয়াচং ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার-ক্রীড়া সম্পাদক ও বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক মোশাহিদ মিয়ার সভাপতিত্বে যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতি ও রবিউল আলম রবির যৌথ সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব রেজাউল মোহিত খান। বিশেষ অতিথি ছিলেন,সিনিয়র সহসভাপতি আব্দুল রহমান,সহসভাপতি সাবাজ মিয়া। উপস্থিত ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরি কমিটির সদস্য মাওলানা আব্দুল মুকিত,মাহির মিয়াসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু,কোষাধ্যক্ষ আব্দাল মিয়া,দপ্তর সম্পাদক তানজিল হাসান সাগর,কার্যকরি কমিটির সদস্য রায়হান উদ্দিন সুমন,ইমতিয়াজ আহমেদ লিলু। প্রতিযোগিতার সার্বিক দায়িত্বে ছিলেন মোস্তাকিম মিয়া ও নুরউদ্দিন।