বানিয়াচং প্রতিনিধি :: বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শাহী ঈদগাহ’য়ে প্রতিটি ঈদে হাজারো মানুষের উপস্থিতি’তে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদগাহ বিবর্ণ অবস্থায় থাকায় দীর্ঘ দিন যাবৎ ঈদগাহ সংস্কারের দাবী ছিলো এলাকাবাসীর।
আজ (৮ জুলাই) সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রায় ৩৬ লাখ ৮৯ হাজার টাকা বরাদ্দে বানিয়াচং কেন্দ্রীয় শাহী ঈদগাহ’র ঢালাই কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করার সময় বানিয়াচং কেন্দ্রীয় শাহী ঈদগাহ কমিটির সভাপতি ও ইমাম ফজলুর রহমান সাহেব দৈনিক আমার হবিগন্জ কে বলেন,আসন্ন পবিত্র ইদ-উল-আযহা’র মধ্যে ঈদগাহ’র সকল কাজ সম্পন্ন করে ঈদ জামাত আদায়ের জন্য প্রস্তুত করা হবে।আশা করি সরকারি কোন নিষেধাজ্ঞা না থাকলে ঈদ-উল-আযহা’র ঈদ জামাত ঈদগাহ’য়ে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, ঈদগাহ কমিটির সাধারন-সম্পাদক আতাউর রহমান, সাবেক ১নং ইউ/পি চেয়ারম্যান মিজানুর রহমান খান,বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদীন সহ স্থানীয় আরও অনেকে।