হৃদয় খান, বানিয়াচং : বানিয়াচং এ সরকারি নির্দেশ অমান্য করায় তিনটি গাড়ি থেকে জরিমানা আদায় করেন ইউএনও মাসুদ রানা।
সোমবার (১০ই আগষ্ট) সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার মাসুদ রানা কাগাপাশা রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় স্বাস্থ্যবিধি মেনে না চলায় ৩’টি গাড়ি থেকে জরিমানা আদায় করেন তিনি পাশাপাশি এই বিষয়ে সতর্ক হওয়ার তাগিদ দেন গাড়ির ড্রাইভার দের। সরকারি নির্দেশ এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় মিনিবাস থেকে ১৫০০ টাকা, জীপগাড়ি থেকে ১০০ টাকা এবং ম্যাক্সি গাড়ি থেকে ১০০০ টাকা জরিমানা আদায় করেন ইউএনও মাসুদ রানা।
পাশাপাশি দুর্ঘটনা এড়াতে গাড়ি ধীর গতিতে এবং কম যাত্রী নিয়ে গাড়ি পরিবহন করার জন্য পরামর্শ দেন ইউএনও মাসুদ রানা।