উজ্জ্বল দাশ চিনু, বানিয়াচং প্রতিনিধি।। বানিয়াচং উপজেলার ১০ নং সুবিদপুর ইউনিয়নের সুনারু গ্রামে আজ মামা-ভাগিনা খ্যাত জুটির যৌথ ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ১৫০ জনকে বিশেষ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
যুক্তরাজ্য প্রবাসী রাখেশ চৌধুরী ও তার ভাগিনা সুরঞ্জন দাস গুপ্তের যৌথ উদ্যোগে আজ সুনারু গ্রামে এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউ/পি সদস্য প্রদীপ দাশ, মহিলা সদস্য আমিনা বেগম এবং গ্রামের মুরুব্বিয়ান। মোট ১৫০ জনকে এই ত্রাণ বিতরণ করা হয়।
প্রতিটি প্যাকেটে ছিলো চাল ১০ কেজি, সয়াবিন তেল ১লিটার, ৩ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ এবং ১টা ডেটল সাবান। ত্রাণ বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, সুনারু গ্রামের সুখে দুঃখে তিনি সব সময় আছেন এবং থাকবেন। তাছাড়া তিনি এও বলেন, মামা-ভাগিনা জুটি এভাবেই সুনারু গ্রামের স্বার্থে কাজ করে যাবে এই আস্থা তিনি রাখেন।