বানিয়াচং এর আমিরখানি গ্রামের গাছ বাগানে আগুন (ভিডিওসহ) - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 8 April 2020

বানিয়াচং এর আমিরখানি গ্রামের গাছ বাগানে আগুন (ভিডিওসহ)

Link Copied!

হৃদয় হাসান শিশির, বানিয়াচং প্রতিনিধি।। বানিয়াচং উপজেলার আমিরখানি গ্রামের এক পারিবারিক গাছ বাগানে কে বা কারা আগুন লাগিয়ে দেয়, গতকাল সোমবার সকাল ১১ ঘটিকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা যায়, আগুনে সেখানকার অনেক গাছ পালা পুড়ে যায়। এতে আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি বলে জানান এই গাছ বাগানের মালিক জনাব দুদু মিয়ার ছেলে ছাব্বির মিয়া।

ছাব্বির মিয়া ফোনে দৈনিক আমার হবিগঞ্জকে জানান, কারা আগুন দিয়েছে জানি না, তবে পারিবারিক শত্রুতা মিটানোর জন্য দুর্বৃত্তরা এরকম করেছে বলে আমরা ধারনা করি।

এই ঘটনায় কোন মামলা করেছেন কিনা প্রশ্নে জনাব ছাব্বির জানান, এলাকার মুরব্বীদের জানানো হয়েছে। আমরা আপাতত পুলিশি ঝামেলায় যেতে আগ্রহী না।

বানিয়াচং সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়