শিশির, বানিয়াচং : বানিয়াচংয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরের রাস্তাটি প্রানঘাতী করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন যাবত যাতায়াত বন্ধ ছিল। কারন প্রানঘাতী করোনা ভাইরাসের কারনে সব জায়গার মানুষ এই রাস্তাটি দিয়ে চলাচল সহ বিভিন্ন সমস্যায় ছিল।
কারন প্রানঘাতী করোনা ভাইরাস একে অপরের সংস্পর্শে ছড়িয়ে পড়ে। এজন্য স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল ডাক্তার নার্স রোগী সহ সবার নিরাপত্তার কথা চিন্তা করে ভিতরের ওই রাস্তাটি বন্ধ করে দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
দীর্ঘদিন যাবত এই রাস্তাটি বন্ধ ছিল। কিন্তু এই প্রানঘাতী করোনা ভাইরাসের পাশাপাশি আমাদের মাঝে আরেকটি হাহাকার নেমে এসেছে সেটি হল বন্যা। আর এই বন্যার পানিতে তলিয়ে গেছে বানিয়াচং এর প্রায় অনেক রাস্তা। এতে যাতায়াত দুর্ভোগে পরেছেন অনেক মানুষ। তেমন ভাবে যাতায়াতের সমস্যায় পরেছেন বানিয়াচং উপজেলার দোয়া খানী, মধুখানি, মহব্বত খানী, মাইজের মহল্লা সহ অনেক গ্রামের মানুষ। কিন্তু তাদের যাতায়াতের কথা চিন্তা করে এই রাস্তাটি খুলে দিয়েছেন বানিয়াচং উপজেলার চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
রবিবার (২৬ জুলাই) সকালে আবুল কাশেম চৌধুরী এই রাস্তাটি উন্মুক্ত করে দেন। এসময় উপস্থিত ছিলেন, বানিয়চং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা সহ বিভিন্ন মহল্লার সর্দার বৃন্দ। তাই এলাকার সচেতন মহল আবুল কাশেম চৌধুরী কে ধন্যবাদ জানান।