বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন! - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 23 April 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন!

Link Copied!

ইমদাদুল হক মাসুম,বানিয়াচং:   বিশ্বের সবচেয়ে বড় গ্রাম বানিয়াচংয়ে হাসপাতাল একটাই।সারা বানিয়াচং এর মানুষের আনাগোনা এই হাসপাতালে।নিম্ন,মধ্য ও উচ্চবিত্ত পরিবারের একমাত্র চিকিৎসার ব্যবস্হাও হয় এই হাসপাতালে। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতিতে বানিয়াচং এর মানুষের মাঝে হতাশা কাজ করছে। তার উপর আবার চিকিৎসা করার একমাত্র মাধ্যম হাসপাতালটি ও যদি লকডাউন হয় তাহলে রোগীদের হতাশা তো বাড়বেই।

ছবি  :   হাসপাতালের দক্ষিণের রাস্তাটি এভাবেই বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়েছে।

হাসপাতালের দক্ষিণের রাস্তাটি দিয়ে প্রথমে যে প্রতিবন্ধক দেয়া হয় তা দিয়ে গাড়ি না আসতে পারলেও মানুষ আসতে পারত। কিন্তু পরবর্তীতে রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।যার ফলে চরম দূর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে মহব্বত খানী,দোয়াখানী,মাইজের মহল্লা,বটের হাটি,মিয়া খানী,প্রথম রেখ,বাইসা পাড়া সহ বিভিন্ন এলাকার জনসাধারণকে। মহব্বত খানী এলাকার বাসিন্দা হুমায়ুন ঠাকুর দৈনিক আমার হবিগন্জকে জানান উক্ত রাস্তাটি বন্ধ হওয়ার কারনে আমরা চরম বিপদে পড়েছি। এখন যদি আমাদের এলাকার কোন রোগী অসুস্থ হন তাহলে আগে যেখানে হাসপাতালে আসতে আমাদের সময় লাগত ৫ মিনিটের কম এখন লাগবে ৪৫ মিনিটের ও বেশি। আর এইটা সরকারি রাস্তা। দেশের এই ক্রান্তিলগ্নে হাসপাতাল কর্তৃপক্ষের এইরকম সিদ্ধান্ত কোন রকমেই মেনে নেওয়ার মত নয়। হাসপাতাল যদি করোনার ভয়ে লকডাউন হয় তাহলে মানুষ যাবে কোথায়? এরই সুবাধে হাসপাতালের টি এইচ ও ডাঃ শাহপরান মহোদয়ের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে উনি বিষয়টা নিয়ে সরাসরি কথা বলবেন বলে দৈনিক আমার হবিগঞ্জকে জানান। এমতাবস্থায় প্রশাসনের উচিত সাধারণ মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে রাস্তাটি খুলে দেওয়ার ব্যবস্হা করা।